আমার সারা দেহ খেও গো মাটি

আমার সারা দেহ খেও গো মাটি (ও)
এই চোখ দুটো মাটি খেও না
আমি মরে গেলেও তারে দেখার সাধ মিটবে নাগো মিটবে না।
তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না।।

ওরে ইচ্ছেকরে বুকের ভেতর লুকিয়ে রাখে তারে
যেন না পারে সে যেতে আমায় কোনদিনো ছেড়ে
আমি এই জগতে তারে ছাড়া থাকবো নাগো থাকবো না।।

ওরে এই না ভুবন ছাড়তে হবে দুই দিন আগে পরে
বিধি একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘড়ে
আমি ওই না ঘরে থাকতে একা পারবো নাগো পারবো না।।

Singer: Andrew Kishore Lyricist & Composer: Ahmed Imtiaz Bulbul Movie: Noyoner Alo

Comments

Popular posts from this blog

ভুলিতে পারিনা তারে ভোলা যায়না

ওগো তুমি যে আমার কত প্রিয়

তুমি সন্ধ্যাকাশে তারার মত আমার মনে জ্বলবে