ভুলিতে পারিনা তারে ভোলা যায়না

D

ভুলিতে পারিনা তারে ভোলা যায়না
বারে বারে মনে পড়ে কেন জানিনা।।

ভেবে ভেবে ভোর হয় সৃতি শুধু কথা কয়
আধারেতে বসে থেকে আখি জলে ভিজে রয়
যত ভাবি ভুলে যাবো মন মানেনা।।

কতদিন কতরাত একই সাথে যে দুজনে
প্রেমেরি মিলন মালা গেথেছি যে আনমনে
সেই মালা ছিড়ে গেল কেন জানিনা।।

Comments

Popular posts from this blog

ওগো তুমি যে আমার কত প্রিয়

তুমি সন্ধ্যাকাশে তারার মত আমার মনে জ্বলবে