08 কেন ভালবাসা হাড়িয়ে যায় দুঃখ হাড়ায় না

A#m

কেন ভালবাসা হাড়িয়ে যায় দুঃখ হাড়ায় না
কেন সপ্ন ভেঙ্গে যায়
মানুষ কথা দিয়ে কথা রাখেনা।।

আমি যারে আপন করি সে হয় আমার পর
আমি যারে হৃদয় দিই সে ছাড়ে আমার ঘড়
আমি নিজের ব্যাথাই নিজে
কেন যে বুঝিনা।।

হায়রে দরদী একি তোর খেলা
কেন সুখের বদলে দিস বিষের কাঁটার জ্বালা।
আমি ব্যাথার সাগরে ডুবে
প্রেমের মুক্তা খুজেছি।।

কথাঃ শামসুল আলম
সুরঃ শেখ সাদী খান
শিল্পী: সুবীর নন্দী

Comments

Popular posts from this blog

ভুলিতে পারিনা তারে ভোলা যায়না

ওগো তুমি যে আমার কত প্রিয়

তোমার টানে সারা বেলার গানে