আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
আমায় আর কান্নার ভয় দেখিয়ে
কোন লাভ নেই ও-----।
আমি অগ্নি গিরির কাছে জ্বলতে শিখেছি
আমায় আর জ্বালানোর
ভয় দেখিয়ে কোন লাভনেই।।

আমি চাইনা হতে কারো প্রেমেরো আচল
আমি চাইনা হতে কারো চোখের কাজল (২)
আমি তটিনির কাছথেকে চলতে শিখেছি (২)
আমায় আর পিছু ডাকার ভয় দেখিয়ে 
কোন লাভ নেই।।

আমি চাইনা হতে কারো মনের অনল
আমি চাইনা হতে কারো নয়নের জল
আমি সাগরের কাছ থেকে জানতে শিখেছি
আমায় আর অসীমের ভয় দেখিয়ে
কোন লাভ নেই।।


Lyrics: Gazi Abdur Razzak Tune: Late Debu Bhattacharya Singer: SHUBIR NANDI

Comments

Popular posts from this blog

ভুলিতে পারিনা তারে ভোলা যায়না

ওগো তুমি যে আমার কত প্রিয়

তুমি সন্ধ্যাকাশে তারার মত আমার মনে জ্বলবে