আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
আমায় আর কান্নার ভয় দেখিয়ে
কোন লাভ নেই ও-----।
আমি অগ্নি গিরির কাছে জ্বলতে শিখেছি
আমায় আর জ্বালানোর
ভয় দেখিয়ে কোন লাভনেই।।
আমি চাইনা হতে কারো প্রেমেরো আচল
আমি চাইনা হতে কারো চোখের কাজল (২)
আমি তটিনির কাছথেকে চলতে শিখেছি (২)
আমায় আর পিছু ডাকার ভয় দেখিয়ে
কোন লাভ নেই।।
আমি চাইনা হতে কারো মনের অনল
আমি চাইনা হতে কারো নয়নের জল
আমি সাগরের কাছ থেকে জানতে শিখেছি
আমায় আর অসীমের ভয় দেখিয়ে
কোন লাভ নেই।।
Lyrics: Gazi Abdur Razzak
Tune: Late Debu Bhattacharya
Singer: SHUBIR NANDI
Comments
Post a Comment