এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর ?

এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর ?
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর ?
 
জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমিই এমন -
সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন ।
কথা নয় নিরবতায় সজলতার আঁকর ধর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর ?
 
এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী
কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি।
 
অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ !
নীরবে জাতিস্মরের গল্পবলা তোমার ধরন -
ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝর-
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর ?
 
কথা ও সুরঃ কবীর সুমন।

Comments

Post a Comment

Popular posts from this blog

ভুলিতে পারিনা তারে ভোলা যায়না

ওগো তুমি যে আমার কত প্রিয়

তুমি সন্ধ্যাকাশে তারার মত আমার মনে জ্বলবে