বনে নয় মনে মোর পাখি আজ গান গায়

বনে নয় মনে মোর পাখি আজ গান গায়
এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায়
গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন
ডাকে মোরে আয় আয় আয়।।
 
একি তবে রূপময় অপরুপ দিল ডাক
স্বপনের সমারোহে বেলা আজ কেটে যাক
সুর আর সুরভীতে উন্মনা মন যেন
তারই সারা পায়
এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায়।।
 
চম্পা বকুলের ভাঙে ঘুম, ভাঙে ঘুম
চঞ্চল হলো আজ ফাল্গুন ভাঙে ঘুম।
হায় তার সে চরণের সুর বাজে রুমঝুম রুমঝুম
রঙে রুপে জানি না এ সুন্দর নীল আকাশ
সে কি তবে এ জীবনে মধুরের উপহাস
তার ফুল বাঁশরীতে এই আমি আপনারে
যেন খুঁজে পাই
এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায়।।
x

Comments

Popular posts from this blog

ভুলিতে পারিনা তারে ভোলা যায়না

ওগো তুমি যে আমার কত প্রিয়

তোমার টানে সারা বেলার গানে