ও কালো মেয়ে নিজেই জানো না

ও কালো মেয়ে নিজেই জানো না তুমি কত সুন্দর
সুন্দর তোমার ঐ মন
কালো গোলাপ ফুলের মতন।।
কিছু কিছু কালো যেন সাদাকে দেয় খুব লজ্জা
কালোর মাঝেই থাকে হাজার আলোর সাজ সজ্জা
ও পেয়েছি আমি পেয়েছি, তুমি যে আমারই আপন।।
টানা টানা কালো চোখে বিজলী যায় যে চমকে
ও ও কালো চোখেই চেয়ে হৃদয় গেল আজ থমকে
ও জেনেছি আমি জেনেছি, তুমি যে আমারই স্বজন।।

Comments

Popular posts from this blog

ভুলিতে পারিনা তারে ভোলা যায়না

তোমার টানে সারা বেলার গানে

ওগো তুমি যে আমার কত প্রিয়