আমার মনের ফুলদানীতে
আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন
সাজিয়ে দেব যতন করে ফুলেরও মতন
সাজিয়ে দেব যতন করে ফুলেরও মতন
তুমি যেন ভুল বুঝনা আমায় উদাস দেখে
মনের মাঝে মন দিলে হায় অনেক বাঁধাই আসে ।।
মনেরও সেই ফুলদানীতে ফোটে যদি ফুল
বেলি-গোপাল-গন্ধরাজ আর সুবাসী বকুল।।
মনের মাঝে মন দিলে হায় অনেক বাঁধাই আসে ।।
মনেরও সেই ফুলদানীতে ফোটে যদি ফুল
বেলি-গোপাল-গন্ধরাজ আর সুবাসী বকুল।।
কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে
যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে ।।
তোমার মাঝে আমি যেনো ডুবেছি এমন
ডুবে যায় সাগরেতে তরণী যেমন।।
যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে ।।
তোমার মাঝে আমি যেনো ডুবেছি এমন
ডুবে যায় সাগরেতে তরণী যেমন।।
Comments
Post a Comment