ও রে নীল দরিয়া
ও রে নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া।।
কাছের মানুষ দুরে থুইয়া
মরি আমি ধরফরাইয়া রে
দারুন জ্বালা দিবানিশি
অন্তরে অন্তরে
আমার এত সাধের মন বধুয়া
হায়রে
কিজানি কি করে।
ওরে সম্পানের নাইয়া আমায় দে
রে দে ফিরাইয়া
হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ভিড়াই তরীরে
নঙর ফেলি ঘাটে ঘাটে বন্দরে
বন্দরে
আমার মনের নঙর পইরা রইছে
হায়রে
সারেঙ বাড়ির ঘরে
এইনা পথ ধইরা আমি কত যে গেছি
চইলা
একলা ঘরে মন বধুয়া আমার রইছে
পন্থ চাইয়া।।
গীতিকারঃ মুকুল চৌধুরী,
সুরকারঃ আলম খান,
শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার,
চলচ্চিত্রঃ সারেংবৌ (মুক্তিঃ-১৬ জুন-১৯৭৮ইং),
Comments
Post a Comment