তুমি সাত সাগরের ওপার হতে আমায় দেখেছ

F

(F) তুমি সাত সাগরের ওপার হতে আমায় দেখেছ
আর মন ভ্রমরের কাজল পাখায় ছবি একেছো
(M) আমি ময়ুর পঙ্খি নাও ভিড়িয়ে তোমায় দেখেছি
আর প্রবাল দীপের পান্না ভেবে চেয়ে থেকেছি।।

(F) আগুন ঝরা ফাগুন যখন এলো পলাশ বনে
তোমার কথাই ভেবেছিলেম আমি মনে মনে (2)
(M) তোমার চোখে তাইতো খুশির পরাগ মেখেছি (ওগো)।।

(M) সুক্লা চাঁদের পঞ্চমীতে সাগর যখন দোলে
তোমার আশায় বসেছিলেম বাতায়ন খুলে (2)
(F) দক্ষিন হাওয়ায় তাইতো তোমায় চিঠি লিখেছি।।

গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার সুরকারঃ আনোয়ার পারভেজ
শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার ও শাহনাজ রহমতুল্লাহ

Comments

Popular posts from this blog

ভুলিতে পারিনা তারে ভোলা যায়না

ওগো তুমি যে আমার কত প্রিয়

তুমি সন্ধ্যাকাশে তারার মত আমার মনে জ্বলবে