তুমি ভয় পেয়োনা, ভয় পেয়োনা,

C
তুমি ভয় পেয়োনা, ভয় পেয়োনা,
আমি চাঁদকে বলেছি আজ রাতে
জোছনা লুকাতে।।

বৃষ্টিকে বলেছি ডেকে তোমার পায়ের ধ্বনি রাখতে ঢেকে
আঁধারকে বলেছি সঙ্গী হতে
তোমার নিবিড় কালো চুলের সাথে।।


লজ্জাকি এখানো তোমার
হাজার চোখের কাঁটা বিঁধবেনা আর।।
সুখের এ আগুনে একটু শুধু
আমায় পোড়াও তুমি নিজের হাতে।।

কথাঃ মোহাম্মদ রফিকউজ্জামান সুর ও শিল্পীঃ খন্দকার নুরুল আলম

Comments

Popular posts from this blog

ভুলিতে পারিনা তারে ভোলা যায়না

ওগো তুমি যে আমার কত প্রিয়

তোমার টানে সারা বেলার গানে