এই স্বপ্ন ঘেরা দিন রাখবো ধরে
C
এই স্বপ্ন ঘেরা দিন রাখবো
ধরে
সাজাবো বাসর বধু তোমারি তরে।।
কবির ভাষায় যদি বলে যাই
ওগো তোমরি তুলনা বুঝি নাই
আমার কেবলি শুধু মনে হয়
তুমি তাজমহলের চির বিশ্বয়
হেসোনা হেসোনা তুমি
লাজে ফুল ঝরে যারে অঝরে
অকারন ব্যাথা পরে ভ্রমরে।।
তোমায় বাসিবো ভালো চিরদিন
আমি তোমাতেই হবো যে বিলীন
হৃদয় যাহারে চায় তুমি তাই
তুমি ছাড়া এ জীবনে কেহ নাই
এ বাঁধন কতযে মধুর
বোঝাতে পারিনা কেহ কাহারে
এত ঢেউ দোলে তাই সাগরে।।
Comments
Post a Comment