সামাল সামাল সামাল সাথী

F
সামাল সামাল সামাল সাথী
ধীরে ধীরে চলরে 
উচা নিচা ছাইড়া ও তুই সোজা পথে চল
সওয়ারীর গতর নরম; ও সওয়ারীর মেজাজ গরম।।

কত তোরে দিলাম টেনিং তবু শিখলি না
এত বড় হইলি ডাঙ্গর মানুষ চিনলি না
নরম নরম গায়ে ফুলের আঘাত কি আর সয়রে।।

সুন্দর নারীর সুন্দর মুখে কথা মিঠা হয়
তোর কারনে সেযে আমায় তিতা কথা কয়
ঘরের মানুষ হইলে না হয় এমন কথা সয়রে।।

শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
কথা : মাসুদ করিম সুর : সুবল দাস ছবি : ওয়াদা

Comments

Popular posts from this blog

ভুলিতে পারিনা তারে ভোলা যায়না

ওগো তুমি যে আমার কত প্রিয়

তুমি সন্ধ্যাকাশে তারার মত আমার মনে জ্বলবে