Posts

Showing posts from 2017

চাঁদ কেন আসেনা আমার ঘরে

 Gsus চাঁদ কেন আসেনা আমার ঘরে, সেই অভিমানিনী আজও তো বলেনি, আসবে কিনা সে ফিরে।। দিন যায় রাত যায়,বয়ে যায় সময় ম্লান মুখ তার আজ ও সেই চোখ চায় মন চায়,তবু ভাঙ্গা হৃদয় সবই আছে চাঁদ শুধু নেই। মেঘেরা যদি গিয়েছ দুরে সরে , চাঁদ কেন আসেনা আমার ঘরে।। জোয়ার ভাটায় চাঁদ আসে চাঁদ যায় আলো করে আঙ্গিনা সবার আমি আছি ভরসায়, ঘোর অমানিশায় কাটেনা কেন যে এই আধাঁর ? ভালবাসা গুমড়ে কেঁদে মরে , চাঁদ তবু আসেনা আমার ঘরে।। Artiste: Raghab Chatterjee Music Director: Chiradip Dasgupta Lyricist: Sumit Samaddar Album: Amar Akash

পাখিরে তুই দূরে থাকলে

C পাখিরে তুই খাঁচা ভেঙে আমার কাছে আয় চোখের মনি চোখের কাছে না থাকলে মনটা আমার আকূল হয়ে মরে যেতে চায় পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না পাখিরে তুই . . . ।। পাখিরে তুই কাছে থাকলে গানের সুরে পরান দোলে হৃদয় নাচে সুরের তালে মনে মনে তোমায় ডাকি সারাবেলা তা কি জানো না ।। যদি কোনদিন আমার পাখি আমায় ফেলে উড়ে চলে যায় একা একা রব নিরালায় পাখিরে তুই কবে আমার আপন হবি কিছুই জানি না ।। শিল্পীঃ সুবীর নন্দী গীতিকারঃ খান আতাউর রহমান সুরকারঃ আমির আলী ছায়াছবিঃ লাল গোলাপ - ১৯৮৫ পরিচালকঃ সি, বি, জামান।

চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে

চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে কাঁদিস কেন মন ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ।। হাসির পরে কান্না আছে দুখের পরে সুখ। আধার রাতের শেষে যেমন দেখিস আলোর মুখ জন্ম নিলে সবার তরে আছেরে মরন।। দুদিনেরেই দুনিয়াতে সবাই মুসাফির। এ সংসারের মোহ মায়ার হই কেন অধীর যায় না মোছা কখন যে ভাগ্যেরই লিখন।। শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী অ্যালবামঃ ভাঙ্গা গড়া সুরকারঃ সুবল দাস গীতিকারঃ মাসুদ করিম

একবার যদি কেউ ভালোবাসতো F#m

C#m একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো এ জীবন তবু কিছু না কিছু পেত।। যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা এ জীবন তবু কিছু না কিছু পেত।। যদি এমন হতো একটি শ্রাবণ আমায় কাঁদিয়ে বলে যেত সে এইতো মরণ এ জীবন তবু কিছু না কিছু পেত।। সুরকারঃ আলাউদ্দিন আলী গীতিকারঃ আমজাদ হোসেন অ্যালবামঃ জন্ম থেকে জ্বলছি

এমনতো প্রেম হয়

A# এমনতো প্রেম হয় ও চোখের জলে কথা কয় নিজে নিজে জ্বলে পুড়ে ও পাষাণে বাঁধে যে হৃদয়।। ও  যা কিছু আমার ছিল দিয়েছি তারে ও  ভালোবাসা চিরদিন এমনি করে শত জ্বালা বুকে নিয়ে ও কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয়।। ও ফুল ফোটে ঝরে যায় এইত রীতি ও তবু কেন চিরদিন প্রেম-পিরিতি শত ব্যথা সয়ে সয়ে ধূপশিখা হয়ে জেগে রয়।। Singer: Syed Abdul Hadi Lyrics: Amjad Hossain Music Director: Sheikh Sadi Khan Composer: Alauddin Ali Label: Sonali Products

জন্ম থেকে জ্বলছি মাগো

জন্ম থেকে জ্বলছি মাগো আর কতদিন বল সইবো আবার আদেশ করো তুমি আদেশ করো ভাঙ্গনের খেলা খেলবো।। আমার এ ব্যাথা ভরা গান ফুল পাখি নিয়ে নয় দুখে আগুনে পোড়া প্রাণ শুধু কেঁদে কেঁদে কয় ও মা তোমার ভাঙ্গা সংসার কবে যে সুখে ভরে তুলবো।। আমি তো দেখিনি আলো জীবনে কোনদিন এত আশা ভালবাসা আধারে হল মলিন দিন চলে যায় দাও বিদায় সময় হলেই ফিরে আসবো।।

আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার

G/Cm আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার।। শেষ বিচারের হাইকোর্টেতে তিনিই আমায় করবেন পার আমি পাপী তিনি জামিনদার।। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাঁই আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই মনরে………ওহো মনরে... দুই কান্দে দুই মুহূরি লিখতে আছেন ডাইরি। দলিল দেইখা রায় দিবেন টাকা পয়সার নাই কারবার।। সময় থাকতে মনা হুশিয়ার আমি পাপী তিনি জামিনদার সেদিনের সেই ইস্টিশনে থাকবে নানান প্যাসেন্জার দ্রুতযানে পাড় হবে সে টিকিট কাটা আছে যার। মনরে………ওহো মনরে…… পারাপারের থাকলে তাড়া সঙ্গে নিও গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার সময় থাকতে মনা হুশিয়ার আমি পাপি তিনি জামিনদার Singer : SYED ABDUL HADI Lyrics : GAZI MAZHARUL ANWAR Tune : ALAUDDIN ALI

তোমার ঐ চোখের বাঁশি বিষের বাঁশি

তোমার ঐ চোখের বাঁশি বিষের বাঁশি তোমার ঐ মুখের হাসি মরণ হাসি তবু সেই মরণ আমি ভালবাসি।। কথার কাঁটাগুলো পথের কাঁটা হলো প্রেমের ব্যাথাগুলো প্রেমিক করে নিল। মনের ঘরে রয় না মন হই প্রবাসী।। রূপের জ্বালাগুলো আগুনজ্বালা হলো আচল বাধনগুলো আমায় ফাসী দিল। আমি তো নই আমি এক উদাসী।। শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী গীতিকারঃ গাজী মাজাহরুল আনোয়ার, সুরকারঃ আলাউদ্দীন আলী

কেউ কোনদিন আমারে তো

Cm কি করে বলিব আমি আমার মনে বড় জ্বালা। কেউ কোনদিন আমারে তো কথা দিল না বিনিসুতার মালাখানি গাঁথা হলোনা।। ও… এই জ্বালা যে এমন জ্বালা যায়না মুখে বলা ধরতে গেলে সোনার অঙ্গ (তোমার) পুড়ে হবে কালা।। লালন মরল জল পিপাসায় থাকতে নদী মেঘনা (আমার) হাতের কাছে ভরা কলস তৃষ্ণা মেটে না।। ও… ভালোবাসার অপরাধে হয়েছিল দোষী (বলো) তাই বলে কি থেমেছিল কদমতলার বাঁশী।। ও… দংশিলে পিরিতের বিষে ওঝা মেলে নারে সেই মরণ যে সুখের মরণ দেখলাম জনম ভরে।। শিল্পী: সৈয়দ আব্দুল হাদী কথাঃ আমজাদ হোসেন সুরঃ আলাউদ্দিন আলী

যেটুকু সময় তুমি থাকো পাশে D#m

Fm যে টুকু সময় তুমি থাকো পাশে মনে হয় এ দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।। (M) ব্যথার সমাধিতে বসে এ মন ফোটায় আশার ফুল রাশি রাশি যখন দেখি ওই মুখের হাসি (F) স্বপ্ন থেকে আসো নয়নেতে নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও জাগরণে এসে কাছে দাঁড়াও।। (F) শিশুকালের রূপকথাগুলো পায়ে পায়ে সব আসে ফিরে তোমার কথা রূপকথা ঘিরে (M) ভুলে ভরা যত স্বরলিপি গানের কোকিল হয়ে উঠে ডেকে কাছে এলে তুমি দূরে থেকে।।

ডাক দিয়াছেন দয়াল আমারে

Dm ডাক দিয়াছেন দয়াল আমারে রইবনা আর বেশী দিন তোদের মাজারে হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।। ও আমি চলতে পথে দু’দিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পরিলাম আমি গলে পরিলাম। আমার সাধের মালা যায়রে ছিড়ে।। ও অমি কত জনে কত কি দিলাম যাইবার কালে একজনারো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম। আমার সংগের সাথী কেউ হলো না রে।। Singer: Andrew Kishore Lyricist: Moniruzzaman Monir Music: Sotto Sha Movie: Rongin Pransojoni

পুরনো দিনের গান আজো ভরে মন প্রাণ

হারিয়ে যাওয়া সেই গানের কলি, যদি মন দিয়ে শোন তবেই বলি, নেই সে কলের গান কুকুর মাথা রেডিও কিনল বিজ্ঞাপণদাতা, এখন ক্যাসেট আর টেপরেকর্ডার, মনে মনে জানি তবু একটা শ্লোগান- পুরনো দিনের গান আজো ভরে মন প্রাণ, যতই শুনি যে গান, বিজাতীয় মডার্ণ! জানি একদিন হবে আমার জীবনীলেখা, মুখার্জী সতীনাথ বলতো এমন কথা ভুলিনি ইলাবসু নামে একজন যাকে, কোকিল শোনাত চৈতি হাওয়ার কথকতা! আর ঘুমের ছায়া নামে চাঁদের চোখে হায় অবসরে মনে পড়ে তালাতের গান। বাংলার গানে যার নামেই বসন্ত, তিনিই গায়ক-সুরকার হেমন্ত ঝিনুকের সন্ধানে নির্মলা মিশ্র বনে নয় মনে আমাদের মানবেন্দ্র আর অখিল বন্ধু ঘোষ যতটা প্রতিভাবান পেলেন না তার যোগ্যতার সম্মান। নীল চোখে যমুনাকে নীল দেখে মাধুরী, করেছেন অসংখ্য শ্রোতাদের মন চুরি, প্রতিমা, উৎপলা, মৃণাল আর কত নাম, এরাই তো আমাদের পূর্বসূরী। আর বিরহের কথা এলে, বুকের জ্বালা ভুলে আজো মাঝে মাঝে গাই-মান্না দে’র গান।

চেনা চেনা লাগে

D# চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না।। এলোমেলো পথে চলা, মনে মনে কথা বলা আকাশ ভরা স্বপ্ন ঝরা আকুল করা বেদনা।। তুমি আমি যেন নদী চলে যাব নিরবধি অজানা দেশে যেখানে এসে আঁধারে মেশে জ্যোছনা। Singer : Shamol Mitra Movie : Surjokonna Lyric : Pradip Goswami Tune : Alauddin Ali Music : Alauddin Ali

বাঁশি শুনে আর কাজ নাই

D# বাঁশি   শুনে আর কাজ নাই … সে যে ডাকাতিয়া বাঁশি   সে   যে দিন দুপুরে চুরি করে রাত্তিরে তো কথা নাই , ডাকাতিয়া বাঁশি ও ও ও শ্রবনে বিষ ঢালে শুধু বাঁশি পোড়ায় ও প্রাণ গরলে ঘুচাবো তার নষ্টামি আজ আমি সপিবো তা অনলে সে যে দিন দুপুরে চুরি করে রাত্তিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি।। ও ও ও বাঁশেতে ঘুন ধরে যদি কেন বাঁশিতে ঘুন ধরে না কত জনায় মরে শুধু   পোড়া বাঁশি কেন ও ও ও মরে না   চোরা দিন দুপুরে চুরি করে রাত্তিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি।।

লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না

C লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না। যা বলে বলুক লোকে  সন্দেহ ভরা চোখে। আমি তো কারো পানে চাই না না চাই না, না চাই না আমি তো কারো পানে চাই না।। কি আর হবে অঙ্গে ধরে, নকল রূপের বায়না ও রূপ দেখে চোখ ভোলে গো, মন ভোলানো যায় না। লোকে বলে চমক দিলেই, খাটি সোনা হয় না। মনের মাঝে ডুব না দিলে, মানিক রতন পায় না নয়ন মুদে না তাকালে, আসল চেনা যায় না। লোকে বলে গরব না কি, চিরদিন রয় না। কত কথা বলে লোকে, তারা যে সব নিন্দুকে আমি তো বলতে কিছু চাই না।। কথাঃ গাজী মাজহারুল আনোয়ার সুর ও শিল্পীঃ সত্য সাহা

আমার স্বপন কিনতে পারে এমন আমীর কই

আমার স্বপন কিনতে পারে এমন আমীর কই ? আমার জলছবিতে রঙ মিলাবে এমন আবীর কই ? আমি দুখের সিংহাসনে বসে সুখের বিচার করি আমি ভাবের ঘরের অভাবটুকু আখর দিয়ে ভরি ।। আমার পরম বন্ধু হবে,  এমন অধীর কই।। আমার জলছবিতে রঙ মিলাবে এমন আবীর কই অসীম ধনে ধনী, দরিদ্র কে বলে আমায় জাগরনের ঘুমে আছি  বিনিদ্র কে বলে আমায়। আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরেই আসি আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালবাসি আমার ধরে বেঁধে রাখে এমন সে নীড় কই আমার জলছবিতে রঙ মিলাবে এমন আবীর কই ।।

চুমকি চলেছে একা পথে

চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরও ভাল সুন্দরী চলেছে একা পথে মুখেতে গালি মিঠা মিঠা হেঁয়ালি যত খুশি গালাগালি কর লাগে ভাল আমাকে পাশে নিয়ে চল না মিষ্টি করে তুমি বল না তোমাকে যে আমি ভালবাসি।। ও টাঙ্গাওয়ালী হাত কর খালি চাবুক রেখে আমার হাত ধর সেই ভাল। একা একা এই পথে চলোনা আর কারও নজরে পড়োনা তাহলে যে মরে যাব আমি।। Singer: Khurshid Alam Lyricist: Dewan Nazrul Music: Alam Khan Movie: Dost Dushmon

যদি কিছু আমারে শুধাও

যদি কিছু আমারে শুধাও কি যে তোমারে কবো নীরবে চাহিয়া রবো না বলা কথা বুঝিয়া নাও।। ঐ আকাশ নত যুগে যুগে সংযত নীরবতা অবিরত কথা বলে গেছে কত। তেমনই আমার বাণী সৌরভে কানাকানি। হয় যদি ভ্রমরা গো সে ব্যাথা বুঝিয়া নাও।। অন্তরে অন্তরে যদি কোন মন্তরে বোবা এ প্রাণের ব্যাথা বোঝানো যেতো গো তারে। কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি। কিছু নয় তার কাছে এটুকু বুঝিয়া নাও।। যদি কিছু আমারে শুধাও (১৯৬৩) কথা ও সুর : সলিল চৌধুরী শিল্পী : শ্যামল মিত্র

কেউ বলে ফাল্গুন

F কেউ বলে ফাল্গুন,  কেউ বলে পলাশের মাস,  আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দখিনা  কেউ বলে মাতাল বাতাস  আমি বলি আমার দীর্ঘশ্বাস।। কেউ বলে নদী কেউ তটিনী,  কেউবা নাম দিয়েছে নাম তরঙ্গিনী আমিতো তাকে কোনো নামে ডাকিনি  সে যে আমার চোখেই জলোচ্ছাস।। জোনাকীর নাম নাকি আঁধার মাণিক,  আমি তো দেখি আগুন জ্বলে ধিকি ধিক্‌ খর বৈশাখে প্রথম যেদিন  মেঘের মিছিলে ঐ আকাশ রঙিন তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীণ্‌  আমি শুনি ঝড়ের পূর্বাভাস।।

06 জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি

জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি সব কিছু ভুলে যেন করিলেন দেন তুমিও তো বেশ আছো, ভালোই আছো কবিতায় পড়া সেই বনলতা সেন।। টানা টানা চোখে কালি পড়েনি কোন হাসলেও গালে টোল পড়ে এখনো কি জাদু জানো তা বিধাতা জানেন কবিতায় পড়া সেই বনলতা সেন।। পরিপাটি বেশবাস তেমনি আছে ঘটনার কোন রেশ নেই তো কাছে এভাবে সবাই কি থাকতে পারে কবিতায় পড়া সেই বনলতা সেন।।