Posts

Showing posts from 2020

যারা ডাকে তারা ভুলে যায় A#

যারা ডাকে তারা ভুলে যায়, আমি নেইতো এখানে আর। যেখানে ঠিকানা ছিল, শুধু নাম রয়ে গেছে আজ, বাকি নেই কিছু আর।। ফেলে আসা পথের ধূলার মাঝে মিশে আজ পথ হয়ে গেছি। স্মৃতির আঁধারে আমি, ভালোবাসা হয়ে আজো আছি। আমি নেই,আমি নেই, আমি নেইতো এখানে আর বাকি নেই কিছু আর।। কেউ থাকবেনা যেখানে সে ছিল, নিজেই জানে না কেন সরে গেল। কত ঘর থেকে,কত মন থেকে সরে গিয়ে কত চোখ থেকে কেন সরে যায়। ভুলে যেতে যেতে ধীরে ধীরে একদিন তাকে ভুলে যায় আমি নেই,আমি নেই, আমি নেই তো এখানে আর বাকি নেই কিছু আর।। কথা-মুকুল দত্ত সুর-সুমিত্রা লাহিড়ী কণ্ঠ-অনুপ জালোটা

প্রথমত আমি তোমাকে চাই

  প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকে চাই শেষ পযর্ন্ত আমি তোমাকে চাই। নিঝুম অন্ধকারে তোমাকে চাই রাত ভোর হলে আমি তোমাকে চাই সকালের কৈশোরে তোমাকে চাই সন্ধের অবকাশে তোমাকে চাই বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই অকাল বোধনে আমি তোমাকে চাই। । কবেকার কোলকাতা শহরের পথে পুরনো নতুন মুখ ঘরে ইমারতে অগুনতি মানুষের ক্লান্ত মিছিলে অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে । নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই বহুদূর হেঁটে এসে তোমাকে চাই এ জীবন ভালবেসে তোমাকে চাই।। চৌরাস্তার মোড়ে,পার্কে,দোকানে শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে স্টেশন টারমিনাস ঘাটে বন্দরে অচেনা ড্রইং রুমে,চেনা অন্দরে বালিশ তোশক কাথা পুরনো চাদরে ঠান্ডা শীতের রাতে লেপের আদরে কড়িকাঠি চৌকাঠে মাদুরে পাপোষে হাসি রাগ অভিমান ঝগড়া আপোষে তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই এক কাপ চায়ে আমি তোমাকে চাই ডাইনে ও বায়ে আমি তোমাকে চাই দেখা না দেখায় আমি তোমাকে চাই না বলা কথায় আমি তোমাকে চাই।। শীর্ষেন্দুর কোন নতুন নভেলে হঠাৎ পড়তে বসা আবোল তাবোলে অবোধ্য কবিতায়, ঠুং

এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর ?

এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর ? এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর ?   জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমিই এমন - সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন । কথা নয় নিরবতায় সজলতার আঁকর ধর এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর ?   এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি।   অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ ! নীরবে জাতিস্মরের গল্পবলা তোমার ধরন - ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝর- এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর ?   কথা ও সুরঃ কবীর সুমন।

আমি এত যে তোমায় ভালবেসেছি

F আমি এত যে তোমায় ভালবেসেছি। তবু মনে হয় এ যেন গো কিছু নয় কেন আরো ভালবেসে যেতে পারে না হৃদয়।। তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেপে উঠে ঐ তোমার অধরে ওগো যে হাসির মধু মায়া ফুটে ঐ তারা এই অভিমান বোঝে না আমরা বলে তুমি তো আমায় ভালবেসেছ শুধু আমার গোপন ব্যাথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালবেসে যেতে পারে না হৃদয়।। তুমি তো জান না ওগো তোমার প্রাণের ঐ সুরে কাছে আমার গানের বানী আহত পাখির মত লুটায়ে আছে। তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পড়ালে যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে তারা এ দিনতাটুকু দেখে না আমার বলে তুমি তো আমায় ভালবেসেছো শুধু আমার গোপন ব্যাথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালবেসে যেতে পারে না হৃদয়।। Lyrics-Shyamal Gupta Tune-Manabendra Mukhopadhyay. Singer: Manabendra Mukhopadhyay Year: 1958,

এত সুর আর এত গান

এত সুর আর এত গান যদি কোনদিন থেমে যায় সেইদিন তুমিও তো ওগো জানি ভুলে যাবে আমায়।। কতদিন আর এ জীবন কত আর এ মধু লগন। তবুও তো পেয়েছি তোমায় জানি ভুলে যাবে যে আমায়।। আমি তো গেয়েছি সেই গান যে গানে দিয়েছিলে প্রাণ। ক্ষতি নেই আজ কিছু আর ভুলেছি যত কিছু তার। এ জীবনে সবই যে হারায় জানি ভুলে যাবে যে আমায়।। Song: Eto Sur Aar Eto Gaan Artist: Subir Sen Music: Sudhin Dasgupta Lyrics: Sudhin Dasgupta

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে

C# আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তের নদীর পারে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে সাত সাগরের পারে।।   সে এক রূপ কথারই দেশ ফাগুন যেথা হয়না কভু শেষ তারারই ফুল পাপড়ি ঝড়ায় সেথায় পথের ধারে।। সেই রূপ কথারই দেশে যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে সুর হয়ে তাই ঝরে আমার গানে। তাই খুশির সীমা নাই বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই জানিনা আজ হৃদয় কোথায় হারাই বারে বারে।। Music Director : Robin Chattopadhyay Lyricist : Gauri Prasanna Mazumder Movie : Sagarika Artist : Shyamal Mitra Release : 1956 Director : Agradoot

কাজল নদীর জলে

 Fm কাজল নদীর জলে , ভরা ঢেউ ছল - ছলে প্রদীপ ভাসাও কারে স্মরিয়া সোনার বরণ মেয়ে , বলো কার পথ চেয়ে আঁখি দুটি ওঠে জলে ভরিয়া ।।   সাঁঝের আকাশে এতো , রং কে গো ছড়ালো মনের বিনায় এতো , সুর কে গো ঝরাল কারে মালা দেবে বলে অঝড়ে বকুল পরে ঝরিয়া।।   মনের ভ্রমর বুঝি গুঞ্জরে অনুক্ষণ , স্মৃতির কমলটিরে ঘিরে যে পাখি হারায় নীড় সুদূর আকাশে , সে কি আসে কভু ফিরে।।   শিউলি ঝরানো আজই সন্ধ্যারও বাতাসে কে গো সাড়া দিয়ে যায় স্বপ্নেরও আভাসে কার লাগি দোলে ওঠে , ক্ষণে ক্ষণে থর - থর এ হিয়া।। Song: Kajol Nadir Jale (1957) Album Title: Shatak Sera Gaan Cd 5 Artist: Tarun Banerjee Music Director: Shyamal Mitra Lyricist: Pabitra Mitra