Posts

Showing posts from October, 2022

ঐ মহাসিন্ধুর ওপার থেকে

ঐ মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে? কে ডাকে কাতর প্রাণে, মধুর তানে? আয় চলে আয় ওরে আয় চলে আয় আমার পাশে মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে।।   বলে আয়রে ছুটে, আয়রে ত্বরা হেথা নাইকো মৃত্যু, নাইকো জরা হেথা বাতাস গীতি-গন্ধভরা চির-স্নিগ্ধ মধুমাসে হেথা চির-শ্যামল বসুন্ধরা চির-জ্যোৎস্না নীল আকাশে।।   কেন ভুতের বোঝা বহিস পিছে? ভুতের বেগার খেটে মরিস মিছে? দেখ ঐ সুধাসিন্ধু উথলিছে পূর্ণ ইন্দু পরকাশে ভুতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে   কেন কারাগৃহে আছিস বন্ধ? ওরে, ওরে মূঢ়, ওরে অন্ধ ভবে সেই সে পরমানন্দ, যে আমারে ভালবাসে কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে।। x

আমরা এমনি এসে ভেসে যাই

আমরা এমনি এসে ভেসে যাই  আলোর মতন, হাসির মতন কুসুমগন্ধরাশির মতন  হওয়ার মতন, নেশার মতন ঢেউয়ের মতন এসে যাই।। আমরা অরুণ-কনক কিরণে চড়িয়া নামি  আমরা সান্ধ্যরবির কিরণে অস্তগামী  আমরা শরৎ-ইন্দ্রধনুর বরণে  জ্যোৎস্নার মতো অলস চরণে  চপলার মতো চকিত-চমকে চাহিয়া ক্ষণেক হেসে যাই।। আমরা স্নিগ্ধকান্ত শান্তি সুপ্তি ভরা  আমরা আসি বটে, তবু কাহারে দিই না ধরা  (আমরা) শ্যামলে, শিশিরে, গগনের নীলে  গানে, সুগন্ধে, কিরণে-নিখিলে  স্বপ্নরাজ্য হতে এসে ভেসে স্বপ্নরাজ্য দেশে যাই দ্বিজেন্দ্রলাল রায়  Born: July 19, 1863, Krishnanagar, India Died: May 17, 1913, Kolkata, India x