Posts

Showing posts from 2018

যে প্রেম স্বর্গ থেকে এসে A#

F/ A# যে প্রেম স্বর্গ থেকে এসে যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়।। সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রানের চেয়ে প্রিয়।। তুমি আর আমি আর কেউ নয় এমন একটা যদি পৃথিবী হয় মিলনের সুখে ভরে যায় বুক যেখানে আছে শুধু সুখ আর সুখ সেই সুখ আমাকে দিও।। চাই না কিছুই তো জীবনে আর তোমার মুখটা যদি দেখি একবার এ জীবন করেছ কত যে মধুর হৃদয়ে কত গান কত যে সুর সেই সুর আমাকে দিও জেনে নিও তুমি আমার প্রানের চেয়ে প্রিয়। Singer: Khalid Hassan Milu & Kanak Chapa Lyrics & Music: Ahmed Imtiaz Bulbul Movie: Praner Cheye Priyo

পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় F

F (F>M)পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙ্গে যায় যাক তার করিনা ভয় তবু প্রেমের তো শেষ হবে না।। (M) মরণ নিয়ে তারাই ভাবে যারা ভালোবাসিতে জানে না (F) সোনাচান্দি তারাই খোঁজে যারা হৃদয়টাকে চেনে না (M) ভালবাসার অনুভবে (F) দুচোখ ভরা স্বপ্ন রবে (M+F) আর তো কিছুই চাই না।। (M) কুড়ে ঘরে চাঁদের আলো যদি ঝরে পড়ে গো অঝরে (F) সোনার পালংক চাই না আমি যদি রাখ জড়িয়ে আদরে (M) তাজমহলের শ্বেত পাথরে (F) নাইবা গেলাম খোদাই করে (M+F) দুটি নামের ঠিকানা।।

তোমার টানে সারা বেলার গানে

D# তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্ত্যমিল নিশীথ জানে।। নিষেধ মানবে দিবা নিশি হৃদয় তোমার কান্না সে কি আমারও নয় কালের হিসাব দেবে কোন সঞ্চয় কি যন্ত্রণা পথিক প্রাণে।। তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন তুমি কথা দেবে ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে তুমি পাবে অধীর প্রাণে রূপঙ্কর

আয়নাতে ঐ মুখ দেখবে যখন

Fm আয়নাতে ঐ মুখ দেখবে যখন কপোলের কালো তিল পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল শাঁখে ভ্রমর যে এসেছিলো জানবে লোকে। মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে তুমি কি তারে কাছে ডাকবে হৃদয়ের কাছে সে রয় অলোকে হঠাৎ যখন তুমি দেখবে তাকে শরমে নয়ন কি গো রাখবে ঢেকে।। জানিনা এখন তুমি কার কথা ভাবছো আনমনে কার ছবি চুপিচুপি আঁকছো তুমি কি তারে ভালোবাসবে ধরা যদি দেয় সে এক পলকে দেখবে যখন তারে অবাক চোখে দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে।। Singer: Mahmudunnobi Lyrics: K. G. Mostafa Music: Robin Ghosh Movie: Nacher Putul

অনেক সাধের ময়না আমার

অনেক সাধের ময়না আমার বাধন কেঁটে যায় মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।। আর তো আমায় ডাকবে না সে সকাল দুপুর সাজে বলবে না আর মনের কথা মধুর মধুর লাজে গাইবে না সে গান আমারই দূর আকাশের গায়ে মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।। কত সুখের স্বপন ছিল দুটি নয়ন ভরে চিনেছিলাম দুজনারে কত আপন করে মিলন মালা আজ খুলে গো যায় সে চলে যায়।। কথাঃ সৈয়দ সামসুল হক সুরঃ বশীর আহমেদ

আমার এ দুটি চোখ পাথর তো নয়

আমার এ দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায় কখনো নদীর মত তোমার পথের পানে বয়ে বয়ে যায়।। আমিতো বাগান নই তবু কেন ফোটে ফুল ফাগুনে ফিরে আসে ভ্রমরের মত ভুল কত বরষায় আমার হৃদয় শুধু মেঘ হয়ে যায়।। শুনিতে চাইনা গান তবু সুর ফিরে আসে স্বপ্নের বাঁশী বাজে জীবনের বারো মাসে কত রাত্রিতে আমার প্রদীপ শুধু জ্বলে জ্বলে যায়।।

ও কালো মেয়ে নিজেই জানো না

ও কালো মেয়ে নিজেই জানো না তুমি কত সুন্দর সুন্দর তোমার ঐ মন কালো গোলাপ ফুলের মতন।। কিছু কিছু কালো যেন সাদাকে দেয় খুব লজ্জা কালোর মাঝেই থাকে হাজার আলোর সাজ সজ্জা ও পেয়েছি আমি পেয়েছি, তুমি যে আমারই আপন।। টানা টানা কালো চোখে বিজলী যায় যে চমকে ও ও কালো চোখেই চেয়ে হৃদয় গেল আজ থমকে ও জেনেছি আমি জেনেছি, তুমি যে আমারই স্বজন।।

নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখনা

নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখনা, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি আমি বোঝাতেতো কিছু পারি না। নীলাঞ্জনা।। বিরহ ব্যাথাতে এ মন ভেঙ্গে যায় না পাওয়ার আধারে খূজেছি তোমায়, কত গুলো ফাগুন গিয়েছে ফিরে আশা গুলো কেদেছে তোমার তরে। আজ সব ব্যাথা ভুলে যাব চেয়ে দেখনা, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি; আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা।। বহুদিন পরে এসেছে মধুমাস তোমার যতসুখ সে তো আমার সন্ন্যাস, মেঘে ডানায় রূপে সোনারই ছায়া প্রেমে ভরা চোখে সুখের নীলিমা। সেই সুখ চোখে নিয়ে আমায় সুখী করনা, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখনা তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি আমি বোঝাতেতো কিছু পারি না।।

আমার মনের ফুলদানীতে

আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন সাজিয়ে দেব যতন করে ফুলেরও মতন তুমি যেন ভুল বুঝনা আমায় উদাস দেখে মনের মাঝে মন দিলে হায় অনেক বাঁধাই আসে ।। মনেরও সেই ফুলদানীতে ফোটে যদি ফুল বেলি-গোপাল-গন্ধরাজ আর সুবাসী বকুল।। কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে ।। তোমার মাঝে আমি যেনো ডুবেছি এমন ডুবে যায় সাগরেতে তরণী যেমন।।

দরদিয়া তুই যে আমার অন্তরে অন্তর

G# দরদিয়া তুই যে আমার অন্তরে অন্তর কেন এই বুকেতে ঘর বানাইয়া রে নিজেই ভাঙ্গিস ঘর।। বনের আগুন দেখে সবায় বন পোড়াইলেরে মনের আগুন দেখে না কেউ মন পোড়াইলেরে ও তুই জ্বেলে দিলি কি যে আগুন রে  ও তুই জ্বেলে দিলি কি যে আগুন বুকেরই ভিতর।। বালুচরে কান্দে নদী মুখ লুকাইয়া রে বোঝেনা কেউ চক্ষু কান্দে জল শুকাইয়া রে তবু কেন্দে কেন্দে তরে নিয়ারে তবু কেন্দে কেন্দে তরে নিয়া বাঁচি জনম ভর।।

তুমি কেমনে এত নিঠুর হইলা

তুমি কেমনে এত নিঠুর হইলা অন্তত পোড়াইয়া ভালোবাসার সব শিখাইয়া না চাইলা ফিরিয়া তুমি কেমনে এত নিঠুর হইলা দুঃখ আমার ভালোবাসা দুঃখ আমার জীবন আমার দুঃখের মাঝে সুখ খুঁজেছি সারাটা জনম ।। তুমি কাছে আইসা দুঃখটারে বাড়াইয়া গেলা এই জনমে তোমার আমার হইব নারে মিলন আমার বুকের ভিতর আগুন জ্বলে তুষেরই মতন আমি আরেক জনম চাইব শুধু তোমারও লাগিয়া।। G#

পলাশ ফুটেছে শিমুল ফুটেছে

A পলাশ ফুটেছে শিমুল ফুটেছে এসেছে দারুন মাস আমি জেনি গেছি তুমি আসিবেনা ফিরে মিটিবেনা পিয়াস কতদিন কত আশার সপন দেখেছি সংগোপনে হৃদয় আমার ভরেছিলাম দখিনা সমীরনে স্বপন আমার বিফল হল মনরে…… স্বপন আমার বিফল হল আসেনি সে মধু মাস।। তোমার রঙ্গিন কুঞ্জমেলায় রং দিতে আমি এসে… তোমার রঙ্গিন কুঞ্জমেলায় রং দিতে আমি এসে এ মন আমার রাঙ্গিয়েছিলাম তোমাকে ভালবেসে সুখের বাতাস বহেনা এখন সুখের বাতাস মনরে…. সুখের বাতাস বহেনা এখন হৃদয়ে দীর্ঘশ্বাষ

ময়ুরকণ্ঠী রাতেরও নীলে

C ময়ুরকণ্ঠী রাতেরও নীলে আকাশে তারাদের ঐ মিছিলে তুমি আমি আজ চল চলে যাই শুধু দু ’ জনে মিলে হয়তো পাবো না; পথের ঠিকানা তবু যাব আজ ছাড়িয়ে সীমানা সাথী যদি হও পাশে থেকে মোর করিনা ভয় নিখিলে।। আকাশ যদি ঢাকে ঘনঘটায় তারারা মেঘে মেঘে হারিয়ে যায়। যা আছে থাকনা ; করি না ভাবনা আঁধারে কুয়াশায় হারিয়ে যাব না মনেরও আলোয় চিনে নেব পথ তুমি ভরসা দিলে।। শিল্পী: মানবেন্দ্র মুখোপাধ্যায় কথা ও সুর: সুধীন দাসগুপ্ত।

তোমারে লেগেছে এত যে ভালো D

D তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে, রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমারে টানে।। রাতের আকাশে তারার মিতালী আমারে দিয়েছে সুরের গীতালী কত যে আশায় তোমারে আমি জ্বালিয়ে আমি রেখেছি দ্বীপালী আকুল ভ্রমরা বলে সে কথা বকুলের কানে কানে।। এত যে কাছে চেয়েছি তোমারে এত যে প্রীতি দিয়েছ আমারে এত যে পাওয়া কেমনে সহিব একাকী আমি নীরব আঁধারে। আকুল পাপিয়া ছড়ায়ে এ কথা বাতাসের কানে কানে।। Lyricist: K G Mustafa Singer: Talat Mahmood Music: Robin Ghosh Movie: Rajdhanir Buke (1960)

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু।। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু।। আমলকি পেয়ালের কুঞ্জে, কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে জানি কোন সুরে মোরে ভরালে গো বন্ধু।। বাতাসের কথা সে তো কথা নয় রূপ কথা ঝরে তার বাঁশিতে আমাদেরও মুখে কোন কথা নেই যেন দুটি আঁখি ভরে রাখে হাসিতে।। কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো তখন তুমি বলবে। কোন মালা গেঁথে গলে পরালে গো বন্ধু।।