Posts

Showing posts from April, 2017

চেনা চেনা লাগে

D# চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না।। এলোমেলো পথে চলা, মনে মনে কথা বলা আকাশ ভরা স্বপ্ন ঝরা আকুল করা বেদনা।। তুমি আমি যেন নদী চলে যাব নিরবধি অজানা দেশে যেখানে এসে আঁধারে মেশে জ্যোছনা। Singer : Shamol Mitra Movie : Surjokonna Lyric : Pradip Goswami Tune : Alauddin Ali Music : Alauddin Ali

বাঁশি শুনে আর কাজ নাই

D# বাঁশি   শুনে আর কাজ নাই … সে যে ডাকাতিয়া বাঁশি   সে   যে দিন দুপুরে চুরি করে রাত্তিরে তো কথা নাই , ডাকাতিয়া বাঁশি ও ও ও শ্রবনে বিষ ঢালে শুধু বাঁশি পোড়ায় ও প্রাণ গরলে ঘুচাবো তার নষ্টামি আজ আমি সপিবো তা অনলে সে যে দিন দুপুরে চুরি করে রাত্তিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি।। ও ও ও বাঁশেতে ঘুন ধরে যদি কেন বাঁশিতে ঘুন ধরে না কত জনায় মরে শুধু   পোড়া বাঁশি কেন ও ও ও মরে না   চোরা দিন দুপুরে চুরি করে রাত্তিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি।।

লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না

C লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না। যা বলে বলুক লোকে  সন্দেহ ভরা চোখে। আমি তো কারো পানে চাই না না চাই না, না চাই না আমি তো কারো পানে চাই না।। কি আর হবে অঙ্গে ধরে, নকল রূপের বায়না ও রূপ দেখে চোখ ভোলে গো, মন ভোলানো যায় না। লোকে বলে চমক দিলেই, খাটি সোনা হয় না। মনের মাঝে ডুব না দিলে, মানিক রতন পায় না নয়ন মুদে না তাকালে, আসল চেনা যায় না। লোকে বলে গরব না কি, চিরদিন রয় না। কত কথা বলে লোকে, তারা যে সব নিন্দুকে আমি তো বলতে কিছু চাই না।। কথাঃ গাজী মাজহারুল আনোয়ার সুর ও শিল্পীঃ সত্য সাহা