Posts

Showing posts from February, 2022

তুমি যে আমার কবিতা

(M>F) তুমি যে আমার কবিতা, আমার বাশীর রাগীনি আমার স্বপন আধো জাগরন চিরদিন তোমারে চিনি।।   (M) আমি কে তোমার যদি জানতে তবে কি আমায় কাছে টানতে হয়তো সুদুরে যেতে গো সরে (F) নানা নয়নের নীলে তুমি যে ছিলে চিরদিন তোমারে চিনি।।   (F)তুমি এলে তাই স্বপ্ন এলো (M) ইন্দ্রধনুর লগ্ন এলো (F+M) এ মধু প্রহর হোকনা অমর (M) ওগো মোর পল্লবিনী।।   (M) যদি এ লগন আধারে ঢাকে (F) যদি নেভে দীপ পথের বাঁকে (M>F) তুমি যে আমার বলব আবার (F+M) চিরদিন তোমারে চিনি।।

তুমি আমার কত চেনা সে কি জানোনা G#

  (F>M)  তুমি আমার কত চেনা সে কি জানোনা এই জীবনের আশা তুমি তুমি যে ঠিকানা।।   (M>F) ভালবাসা কারে যে বলে ভালবেসে তুমি শেখালে এত কাছে এলে গো যেনো হৃদয়ে লুকিয়ে গেলে   (F>M) আমি শুধু তোমাকে পেতে এসেছি গো এই জগতে বেঁধে নেব ভাগ্য আমার বন্ধু তোমারি সাথে।। x

হেসে যারে ভালোবেসে ছিলাম D#

হেসে যারে ভালোবেসে ছিলাম কেদে কেদে তারে ভুলে যেতে হবে ভালোবেসে কে সুখ পেয়েছে গো কবে।।   সেতো আকাশের চাঁদ মেঘেরি আড়ালে লুকোচুড়ি খেলে সেতো মায়াবিনী রাত পড়েনা মায়ায় শুধু মায়াতে ফেলে মায়াতে যে পড়ে, মরে সে নিরবে।।   আমি কি আমাতে আছি সেই কথা ভাবি প্রিয়ার কাছে আর নেই কোন দাবী।।   শুধু নয়গো আমি কতোনা অচেনা ফুল কাটায় হাসে চলা যায়কি থেমে, যখন থাকেনা কেউ কারে পাশে আমিও চলে যাবো সেই অনুভবে।। লেখা ও সুর: রবীন্দ্র জৈন