Posts

Showing posts from 2022

বনে নয় মনে মোর পাখি আজ গান গায়

বনে নয় মনে মোর পাখি আজ গান গায় এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায় গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়।।   একি তবে রূপময় অপরুপ দিল ডাক স্বপনের সমারোহে বেলা আজ কেটে যাক সুর আর সুরভীতে উন্মনা মন যেন তারই সারা পায় এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায়।।   চম্পা বকুলের ভাঙে ঘুম, ভাঙে ঘুম চঞ্চল হলো আজ ফাল্গুন ভাঙে ঘুম। হায় তার সে চরণের সুর বাজে রুমঝুম রুমঝুম রঙে রুপে জানি না এ সুন্দর নীল আকাশ সে কি তবে এ জীবনে মধুরের উপহাস তার ফুল বাঁশরীতে এই আমি আপনারে যেন খুঁজে পাই এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায়।। x

ঐ মহাসিন্ধুর ওপার থেকে

ঐ মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে? কে ডাকে কাতর প্রাণে, মধুর তানে? আয় চলে আয় ওরে আয় চলে আয় আমার পাশে মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে।।   বলে আয়রে ছুটে, আয়রে ত্বরা হেথা নাইকো মৃত্যু, নাইকো জরা হেথা বাতাস গীতি-গন্ধভরা চির-স্নিগ্ধ মধুমাসে হেথা চির-শ্যামল বসুন্ধরা চির-জ্যোৎস্না নীল আকাশে।।   কেন ভুতের বোঝা বহিস পিছে? ভুতের বেগার খেটে মরিস মিছে? দেখ ঐ সুধাসিন্ধু উথলিছে পূর্ণ ইন্দু পরকাশে ভুতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে   কেন কারাগৃহে আছিস বন্ধ? ওরে, ওরে মূঢ়, ওরে অন্ধ ভবে সেই সে পরমানন্দ, যে আমারে ভালবাসে কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে।। x

আমরা এমনি এসে ভেসে যাই

আমরা এমনি এসে ভেসে যাই  আলোর মতন, হাসির মতন কুসুমগন্ধরাশির মতন  হওয়ার মতন, নেশার মতন ঢেউয়ের মতন এসে যাই।। আমরা অরুণ-কনক কিরণে চড়িয়া নামি  আমরা সান্ধ্যরবির কিরণে অস্তগামী  আমরা শরৎ-ইন্দ্রধনুর বরণে  জ্যোৎস্নার মতো অলস চরণে  চপলার মতো চকিত-চমকে চাহিয়া ক্ষণেক হেসে যাই।। আমরা স্নিগ্ধকান্ত শান্তি সুপ্তি ভরা  আমরা আসি বটে, তবু কাহারে দিই না ধরা  (আমরা) শ্যামলে, শিশিরে, গগনের নীলে  গানে, সুগন্ধে, কিরণে-নিখিলে  স্বপ্নরাজ্য হতে এসে ভেসে স্বপ্নরাজ্য দেশে যাই দ্বিজেন্দ্রলাল রায়  Born: July 19, 1863, Krishnanagar, India Died: May 17, 1913, Kolkata, India x

যে ভাবেই তুমি সকাল দেখো

A যে ভাবেই তুমি সকাল দেখো সুর্য কিন্তু একটাই, যত ভাগে ভাগ করোনা প্রেম হৃদয় কিন্তু একটাই।। অনেকেই বলে মরণ অনেক জীবন সে নাকি একটাই, প্রতিবার প্রেমে নতুন জনম জীবন কি করে একটাই।। অনেকেই বলে অনেক কথা, কথার কথা তো সবটাই, কথার বাঁধনে হৃদয় ফেরার সঠিক কথা একটাই।। কথা ও সুর: নচিকেতা

তুমি যে আমার কবিতা

(M>F) তুমি যে আমার কবিতা, আমার বাশীর রাগীনি আমার স্বপন আধো জাগরন চিরদিন তোমারে চিনি।।   (M) আমি কে তোমার যদি জানতে তবে কি আমায় কাছে টানতে হয়তো সুদুরে যেতে গো সরে (F) নানা নয়নের নীলে তুমি যে ছিলে চিরদিন তোমারে চিনি।।   (F)তুমি এলে তাই স্বপ্ন এলো (M) ইন্দ্রধনুর লগ্ন এলো (F+M) এ মধু প্রহর হোকনা অমর (M) ওগো মোর পল্লবিনী।।   (M) যদি এ লগন আধারে ঢাকে (F) যদি নেভে দীপ পথের বাঁকে (M>F) তুমি যে আমার বলব আবার (F+M) চিরদিন তোমারে চিনি।।

তুমি আমার কত চেনা সে কি জানোনা G#

  (F>M)  তুমি আমার কত চেনা সে কি জানোনা এই জীবনের আশা তুমি তুমি যে ঠিকানা।।   (M>F) ভালবাসা কারে যে বলে ভালবেসে তুমি শেখালে এত কাছে এলে গো যেনো হৃদয়ে লুকিয়ে গেলে   (F>M) আমি শুধু তোমাকে পেতে এসেছি গো এই জগতে বেঁধে নেব ভাগ্য আমার বন্ধু তোমারি সাথে।। x

হেসে যারে ভালোবেসে ছিলাম D#

হেসে যারে ভালোবেসে ছিলাম কেদে কেদে তারে ভুলে যেতে হবে ভালোবেসে কে সুখ পেয়েছে গো কবে।।   সেতো আকাশের চাঁদ মেঘেরি আড়ালে লুকোচুড়ি খেলে সেতো মায়াবিনী রাত পড়েনা মায়ায় শুধু মায়াতে ফেলে মায়াতে যে পড়ে, মরে সে নিরবে।।   আমি কি আমাতে আছি সেই কথা ভাবি প্রিয়ার কাছে আর নেই কোন দাবী।।   শুধু নয়গো আমি কতোনা অচেনা ফুল কাটায় হাসে চলা যায়কি থেমে, যখন থাকেনা কেউ কারে পাশে আমিও চলে যাবো সেই অনুভবে।। লেখা ও সুর: রবীন্দ্র জৈন

জীবনের এতোগুলো দিন F

  জীবনের এতোগুলো দিন কেটে গেল একা একা তুমি কেন আগে আসনি আগে কেন দাওনি দেখা   পৃথিবীতে ভালোবাসবার সময় যে অল্প ভারী শুধু শুধু এতটা সময় হারালো যে দোষে তোমারি। আগে এলে তোমাকে নিয়ে হতো আরো গল্প লেখা তুমি কেন আগে আসনি আগে কেন দাওনি দেখা।।   যৌবন যে কটা দিনের সে কদিন ভালোবেসে যাও দুজনাতে হও একাকার সোহাগের স্রোতে ভেসে যাও। একই রঙে হোক না রঙিন দুজনার স্বপ্নরেখা তুমি কেন আগে আসনি আগে কেন দাওনি দেখা বাপ্পী লাহিড়ী, পুলক বন্দ্যোপাধ্যায় x