আমরা এমনি এসে ভেসে যাই

আমরা এমনি এসে ভেসে যাই 
আলোর মতন, হাসির মতন কুসুমগন্ধরাশির মতন 
হওয়ার মতন, নেশার মতন ঢেউয়ের মতন এসে যাই।।

আমরা অরুণ-কনক কিরণে চড়িয়া নামি 
আমরা সান্ধ্যরবির কিরণে অস্তগামী 
আমরা শরৎ-ইন্দ্রধনুর বরণে 
জ্যোৎস্নার মতো অলস চরণে 
চপলার মতো চকিত-চমকে চাহিয়া ক্ষণেক হেসে যাই।।

আমরা স্নিগ্ধকান্ত শান্তি সুপ্তি ভরা 
আমরা আসি বটে, তবু কাহারে দিই না ধরা 
(আমরা) শ্যামলে, শিশিরে, গগনের নীলে 
গানে, সুগন্ধে, কিরণে-নিখিলে 
স্বপ্নরাজ্য হতে এসে ভেসে স্বপ্নরাজ্য দেশে যাই

দ্বিজেন্দ্রলাল রায় 
Born: July 19, 1863, Krishnanagar, India
Died: May 17, 1913, Kolkata, India x

Comments

Popular posts from this blog

তুমি সন্ধ্যাকাশে তারার মত আমার মনে জ্বলবে

ভুলিতে পারিনা তারে ভোলা যায়না

ওগো তুমি যে আমার কত প্রিয়