Posts

Showing posts from December, 2021

চুপি চুপি বল কেউ জেনে যাবে Gm

(F) চুপি চুপি বল কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে। (M) ভয় করি না যেন কোন কিছু যদি তুমি আমি রই এক সাথে।।   (M) যে যাই বলুক তুমি যে আমার প্রেম করেছি ভয় কী গো তোমার। (F) কেউ দেখবে যে (M) ক্ষতি কী তাতে (F) কেউ জানবে যে (M) জানে জানবে সে (M) না হয় ঘুম রবে না আঁখি পাতে যদি তুমি আমি রই এক সাথে।।   (F) কথা নয় গো চোখে চোখে বল নইলে হবে সবই এলোমেলো। (M) অবুঝ মনা (F) কিছু বোঝ না (M) কথা মান না (F) রাখ ছলনা (F) আবার হবে দেখা কাল রাতে (M) যদি তুমি আমি রই এক সাথে।।

কতদিন দেহিনা মায়ের মুখ

কতদিন দেহিনা মায়ের মুখ হুনিনা সেই কোকিল নামের কালা পাহির গান হায়রে পরান হায়রে পরান।।   হায়রে আমার গাঁয়ের বাড়ি সারি সারি গরুর গাড়ি মরা নদীর চর। দীঘির জলে হাসের খেলা ঘরের চালে দুপুর বেলা রঙ্গিলা কইতর। উঠানে চরাইনা সোনার ধান হায়রে পরান, হায়রে পরান।। কতদিন ধরিনা ডোবায় মাছ করিনা সেই মরা নদীর মিঠা পানি পান হায়রে পরান, হায়রে পরান ।   হায়রে আমার রখাল হিয়া কাজলা গরুর গোসল দিয়া মাঠে নিয়া যায়। বিহাল বেলা বাঁশের বনে ঝিকিমিকি রইদের সনে মন মিলাইতে চায়।। ভুলিতে পারেনা মাটির টান হায়রে পরান, হায়রে পরান । কতদিন রাহিনা চানের খোজ দেহিনা সেই তারার চোখে মিছা অভিমান।।

আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে G

  (M)আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে (যা যা…) (F) তোমার ভাঙা গাড়িতে আমি যাবো না কারো ঘরের ঘরণী আমি হবো না করবো না তো কোনো দিনও বিয়ে।।   (M) আলতা দেবো টিকলি দেবো, দেবো সোনার চুড়ি আরে, শহর থেকে আনবো কিনে বেনারসী শাড়ি (F)গয়না-গাটি চাইনা আমি চাইনা শাড়ি চুড়ি সবই আমার বাপের বাড়ি আছে ভুরিভুরি ভরবেনা মন কোনো কিছু দিয়ে (M) হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে।।   (M) আদর দেবো সোহাগ দেবো, দেবো ভালোবাসা আরে, জীবন দিয়ে করবো পূরণ তোমার সকল আশা (F) দিনদুপুরে মনের ঘরে দিও নাকো হানা এই সব কথা শোনা পাপ গুরুজনের মানা।। এই, পায়ে ধরি চল বাড়ি নিয়ে (M)যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে|।। G

আমার মত এত সুখী নয়তো কারো G

আমার মত এত সুখী নয়তো কারো জীবন কি আদর স্নেহ ভালবাসায় জড়ানো মায়ার বাঁধন। জানি এই বাঁধন ছিড়ে গেলে কভু আসবে আমার মরণ। । বুকে ধরে যত ফুল ফোটালাম সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাস এরই নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন ।।   চারিদিকে নিরাশার বালুচর কি আশায় বেঁধেছি এই খেলাঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড় । কেন মমতার টানে কেঁদে মরে বেদনার কথা এ খ ন । G

শুধু একবার বলো ভালবাসি (Gm)

শুধু একবার বলো ভালবাসি যদি বলো একবার  এ জীবনে শতবার হাসি মুখে পরবো মরণ ফাঁসি।।     এই বুকের ভেতরে যে মন  সেই মনে আমি যে কখন শুধু তোমার ছবি এঁকেছি।     সেই প্রথম দেখারই ক্ষনে আমার ছোট্ট এই পাগল মনে আমি তোমারই নাম লিখেছি। মন চায় সারাক্ষন ছিড়ে বাঁধা বন্ধন তোমার কাছেই শুধু ছুটে আসি।।   আজ তোমার আমার এই জীবন একই সুরে যে বাঁধা এখন এই বাধন খুলে দিও না   তুমি দিলে দু’চোখে স্বপন  তুমি আমারই চির আপন এই স্বপ্ন ভেংগে দিও না   দুটি মন বারবার করে শুধু তোলপাড় এ হৃদয়ে বাজে প্রেমেরই বাশী।।