Posts

Showing posts with the label সুবীন নন্দী

আমার এ দুটি চোখ পাথর তো নয়

আমার এ দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায় কখনো নদীর মত তোমার পথের পানে বয়ে বয়ে যায়।। আমিতো বাগান নই তবু কেন ফোটে ফুল ফাগুনে ফিরে আসে ভ্রমরের মত ভুল কত বরষায় আমার হৃদয় শুধু মেঘ হয়ে যায়।। শুনিতে চাইনা গান তবু সুর ফিরে আসে স্বপ্নের বাঁশী বাজে জীবনের বারো মাসে কত রাত্রিতে আমার প্রদীপ শুধু জ্বলে জ্বলে যায়।।

পাখিরে তুই দূরে থাকলে

C পাখিরে তুই খাঁচা ভেঙে আমার কাছে আয় চোখের মনি চোখের কাছে না থাকলে মনটা আমার আকূল হয়ে মরে যেতে চায় পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না পাখিরে তুই . . . ।। পাখিরে তুই কাছে থাকলে গানের সুরে পরান দোলে হৃদয় নাচে সুরের তালে মনে মনে তোমায় ডাকি সারাবেলা তা কি জানো না ।। যদি কোনদিন আমার পাখি আমায় ফেলে উড়ে চলে যায় একা একা রব নিরালায় পাখিরে তুই কবে আমার আপন হবি কিছুই জানি না ।। শিল্পীঃ সুবীর নন্দী গীতিকারঃ খান আতাউর রহমান সুরকারঃ আমির আলী ছায়াছবিঃ লাল গোলাপ - ১৯৮৫ পরিচালকঃ সি, বি, জামান।

কতযে তোমাকে বেসেছি ভালো D#m

কতোযে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে ‍যদি দেখানো যেত আমিযে তোমার তুমি মানতে।। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম  যত দেখি তৃষ্ণা মিটেনা ভীরু দুটি বাকা ঠোটে পুর্নিমা চাঁদ ওঠে হাসলে ঝরে পড়ে জোছনা আমি এইরূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি ওগো বাঁচতে।। ওই কালো কেশ তুমি ছড়ালে যখন মেঘেরাও পেল যেন লজ্জা আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো মধুময় হল ফুল সজ্জা ওগো এই রাত যদি কভু শেষ না হতো জীবন বেলার শেষ প্রান্তে।। Lyricist: Nazrul Islam Babu Music: Ali Hossain Movie: Usila Release Year: 1986

দিন যায় কথা থাকে

G#   দিন যায় কথা থাকে G#                      C#    কে যে কথা দিয়ে রাখলোনা,  G#     D#              G# ভুলে যাবার আগে ভাবলনা G#          C#            G#   সে কথা লেখা আছে বুকে।। G#                  D#                   C#   সে কথা নয়নে আগুন আল্পনা আঁকে G#                                D#      G#   স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে G#                    C#   সে জ্বালা যন্ত্রনা      কাউকে বলবো না   D#                     G#           ...

হাজার মনের কাছে প্রশ্ন রেখে C

হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি পৃথিবতে প্রেম বলে কিছু নেই (২) কিছু নেই।। তবুও মানুষ করে হৃদয়ের গৌরব  বলে প্রেম সেইতো ফুলে যা সৌারভ আমি বলি মিছে সব মানুষের জন্যে ফুলের মত মন মানুষের নেই পৃথিবীতে --------।। নিজের হাতে গড়া স্বার্থের শৃঙ্খল  হয়ে গেছে আজতো পৃথিবীর সম্বল যারা চায় চিরদিন চেয়ে তারা ধন্য  আসলে দেবার মত কিছু আর নেই পৃথিবীতে --------।। Singer: Subir Nandi Music: Sheikh Shadi Khan Movie: Mohanayok

চাঁদে কলঙ্ক আছে যেমন

চাঁদে কলঙ্ক আছে যেমন ভালবাসায় বদনাম তেমন তাতে টললো  কোথায় কবে প্রেমেরো আসন প্রেমিকের মন।। প্রেমিক মনের সিংহাসনে যে প্রেম সমাসীন সঙ্গোপনে (২) সে আর কারো নয় তারই আপন। তাইসে কলঙ্গ যেটুকু তুলে সবই নিলাম জেনে আমারি নিজের তাতে জ্বললে জ্বলুক কারো বৈরি নয়ন।। কি হয় অমন নিন্দাবাদে আশিক জনের ধ্যান ভাঙ্গেনা তাতে সেতো রয় প্রেমে তারি মতোন তাই এ গুঞ্জন অপবাদের সবই পাথেও করে নিলাম পথের তাতে খুঁজলে খুঁজুক কেউ দোষেরি কারন।। কথাঃ নজরুল ইসলাম বাবু সুরঃ শেখ সাদী খাঁন

আমার এদুটি চোখ পাথরতো নয়

D# আমার এদুটি চোখ পাথরতো নয় তবুকেন ক্ষয়ে ক্ষয়ে যায় কখোনো নদীর মত তোমার পথের পানে বয়ে বয়ে যায়।। আমি তো বাগান নই তবু কেন ফোটে ফুল ফাগুনে ফিরে আসে ভ্রমরের মত ভুল কত বরষায় আমার হৃদয় শুধু মেঘ হয়ে যায়।। শুনিতে চাইনা গান তবু সূর ফিরে আসে স্বপ্নেরি বাঁশি বাজে জীবনের বারো মাসে কত রাত্রিতে আমার প্রদীপ শুধু জ্বলে জ্বলে যায়।। কথাঃ জাহিদুল হক সুরঃ শেখ সাদী খান

08 কেন ভালবাসা হাড়িয়ে যায় দুঃখ হাড়ায় না

A#m কেন ভালবাসা হাড়িয়ে যায় দুঃখ হাড়ায় না কেন সপ্ন ভেঙ্গে যায় মানুষ কথা দিয়ে কথা রাখেনা।। আমি যারে আপন করি সে হয় আমার পর আমি যারে হৃদয় দিই সে ছাড়ে আমার ঘড় আমি নিজের ব্যাথাই নিজে কেন যে বুঝিনা।। হায়রে দরদী একি তোর খেলা কেন সুখের বদলে দিস বিষের কাঁটার জ্বালা। আমি ব্যাথার সাগরে ডুবে প্রেমের মুক্তা খুজেছি।। কথাঃ শামসুল আলম সুরঃ শেখ সাদী খান শিল্পী: সুবীর নন্দী

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোন লাভ নেই ও-----। আমি অগ্নি গিরির কাছে জ্বলতে শিখেছি আমায় আর জ্বালানোর ভয় দেখিয়ে কোন লাভনেই।। আমি চাইনা হতে কারো প্রেমেরো আচল আমি চাইনা হতে কারো চোখের কাজল (২) আমি তটিনির কাছথেকে চলতে শিখেছি (২) আমায় আর পিছু ডাকার ভয় দেখিয়ে  কোন লাভ নেই।। আমি চাইনা হতে কারো মনের অনল আমি চাইনা হতে কারো নয়নের জল আমি সাগরের কাছ থেকে জানতে শিখেছি আমায় আর অসীমের ভয় দেখিয়ে কোন লাভ নেই।। Lyrics: Gazi Abdur Razzak Tune: Late Debu Bhattacharya Singer: SHUBIR NANDI

পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্না বলো

C# পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্না বলো সেই পাহারটা বোবা বলে কিছু বলে না তোমরা কেন বোঝনাযে কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলেনা।। ধরতে বুকে এক ফোটা জল কেউ জানেনা কত ব্যাথায় মেঘের হৃদয় হল কাজল (২) তোমরা দেখ বৃষ্টি নুপুর দেখনা----- আঘাত ছাড়া মেঘতো গলেনা ঐকালো মেঘ বোবা বলে কিছু বলেনা তোমরা কেন বোঝনা যে-------।। ফুটতে বনে এক গোছা ফুল কেউ জানেনা কি আগুনে রঙ্গের নেশা হলো আকুল তোমরা দেখ মিষ্টি বরন দেখনা----- দহন ছাড়া অগ্নি জ্বলেনা ঐ ফোটা ফুল বোবা বলে কিছুই বলেনা তোমরা কেন বোঝনা যে-------।। গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান সুরকার: খন্দকার নুরুল আলম