Posts

Showing posts from March, 2019

জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি

C জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি সব কিছু ভুলে যেন করিলেম দেন তুমিও তো বেশ আছো, ভালোই আছো কবিতায় পড়া সেই বনলতা সেন।। টানা টানা চোখে কালি পড়েনি কোন হাসলেও গালে টোল পড়ে এখনো কি জাদু জানো তা বিধাতা জানেন কবিতায় পড়া সেই বনলতা সেন।। পরিপাটি বেশবাস তেমনি আছে ঘটনার কোন রেশ নেই তো কাছে এভাবে সবাই কি থাকতে পারে কবিতায় পড়া সেই বনলতা সেন।। গীতিকার: মুক্তিযোদ্ধা শওকত ওসমান বাবু, সূরকার: শেখ সাদী খান

পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি

F পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি রঙ ভরা এই শহরে যতই দেখেছি গোলক ধাঁধার চক্করে ততই পড়েছি।। সারি সারি জনতার এই যে ভীড়ে কেউ তো কারো পানে দেখো চায় না ফিরে তাইতো আমি ভাই এই ভাবটাকে চালাই এপার ওপার করে শুধু পালিয়ে বেড়াই। যায়  দিন যায় রাত যায় এমনি করে অলিগলি পথ-ঘাট ঘুরে ঘুরে।। ছোট ছোট মানুষের অন্ন কেড়ে বড় বড় বাড়িগুলো উঠছে বেড়ে তবু যেথা যাই আরে নাই যে কোনো ঠাঁই বেঁচে থাকার তরে শুধু নগদ কিছু চাই। যায় দিন যায় রাত যায় এমনি করে অলিগলি পথ-ঘাট ঘুরে ঘুরে।। Singer: Md. Abdul Jabbar & Chorus Lyricist: Gazi Mazharul Anwar Movie: Peech Dhala Poth Music: Robin Gosh Director: Ehtesham Production: Mustafiz Production Producer: Mustafiz Release Year: 1970 Label: Anupam

তোমার টানে সারা বেলার গানে

D# তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশীথ জানে।। নিষেধ মানবে দিবা - নিশি হৃদয় তোমার কান্না সেকি আমারও নয় কালের হিসাব দেবে কোন্ সঞ্চয় কি যন্ত্রনা পথিক প্রানে।। তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন তুমি কথা দেবে ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে তুমিই পাবে অধীর প্রানে।।