Posts

Showing posts from March, 2018

দরদিয়া তুই যে আমার অন্তরে অন্তর

G# দরদিয়া তুই যে আমার অন্তরে অন্তর কেন এই বুকেতে ঘর বানাইয়া রে নিজেই ভাঙ্গিস ঘর।। বনের আগুন দেখে সবায় বন পোড়াইলেরে মনের আগুন দেখে না কেউ মন পোড়াইলেরে ও তুই জ্বেলে দিলি কি যে আগুন রে  ও তুই জ্বেলে দিলি কি যে আগুন বুকেরই ভিতর।। বালুচরে কান্দে নদী মুখ লুকাইয়া রে বোঝেনা কেউ চক্ষু কান্দে জল শুকাইয়া রে তবু কেন্দে কেন্দে তরে নিয়ারে তবু কেন্দে কেন্দে তরে নিয়া বাঁচি জনম ভর।।

তুমি কেমনে এত নিঠুর হইলা

তুমি কেমনে এত নিঠুর হইলা অন্তত পোড়াইয়া ভালোবাসার সব শিখাইয়া না চাইলা ফিরিয়া তুমি কেমনে এত নিঠুর হইলা দুঃখ আমার ভালোবাসা দুঃখ আমার জীবন আমার দুঃখের মাঝে সুখ খুঁজেছি সারাটা জনম ।। তুমি কাছে আইসা দুঃখটারে বাড়াইয়া গেলা এই জনমে তোমার আমার হইব নারে মিলন আমার বুকের ভিতর আগুন জ্বলে তুষেরই মতন আমি আরেক জনম চাইব শুধু তোমারও লাগিয়া।। G#

পলাশ ফুটেছে শিমুল ফুটেছে

A পলাশ ফুটেছে শিমুল ফুটেছে এসেছে দারুন মাস আমি জেনি গেছি তুমি আসিবেনা ফিরে মিটিবেনা পিয়াস কতদিন কত আশার সপন দেখেছি সংগোপনে হৃদয় আমার ভরেছিলাম দখিনা সমীরনে স্বপন আমার বিফল হল মনরে…… স্বপন আমার বিফল হল আসেনি সে মধু মাস।। তোমার রঙ্গিন কুঞ্জমেলায় রং দিতে আমি এসে… তোমার রঙ্গিন কুঞ্জমেলায় রং দিতে আমি এসে এ মন আমার রাঙ্গিয়েছিলাম তোমাকে ভালবেসে সুখের বাতাস বহেনা এখন সুখের বাতাস মনরে…. সুখের বাতাস বহেনা এখন হৃদয়ে দীর্ঘশ্বাষ