Posts

Showing posts from February, 2018

ময়ুরকণ্ঠী রাতেরও নীলে

C ময়ুরকণ্ঠী রাতেরও নীলে আকাশে তারাদের ঐ মিছিলে তুমি আমি আজ চল চলে যাই শুধু দু ’ জনে মিলে হয়তো পাবো না; পথের ঠিকানা তবু যাব আজ ছাড়িয়ে সীমানা সাথী যদি হও পাশে থেকে মোর করিনা ভয় নিখিলে।। আকাশ যদি ঢাকে ঘনঘটায় তারারা মেঘে মেঘে হারিয়ে যায়। যা আছে থাকনা ; করি না ভাবনা আঁধারে কুয়াশায় হারিয়ে যাব না মনেরও আলোয় চিনে নেব পথ তুমি ভরসা দিলে।। শিল্পী: মানবেন্দ্র মুখোপাধ্যায় কথা ও সুর: সুধীন দাসগুপ্ত।

তোমারে লেগেছে এত যে ভালো D

D তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে, রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমারে টানে।। রাতের আকাশে তারার মিতালী আমারে দিয়েছে সুরের গীতালী কত যে আশায় তোমারে আমি জ্বালিয়ে আমি রেখেছি দ্বীপালী আকুল ভ্রমরা বলে সে কথা বকুলের কানে কানে।। এত যে কাছে চেয়েছি তোমারে এত যে প্রীতি দিয়েছ আমারে এত যে পাওয়া কেমনে সহিব একাকী আমি নীরব আঁধারে। আকুল পাপিয়া ছড়ায়ে এ কথা বাতাসের কানে কানে।। Lyricist: K G Mustafa Singer: Talat Mahmood Music: Robin Ghosh Movie: Rajdhanir Buke (1960)

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু।। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু।। আমলকি পেয়ালের কুঞ্জে, কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে জানি কোন সুরে মোরে ভরালে গো বন্ধু।। বাতাসের কথা সে তো কথা নয় রূপ কথা ঝরে তার বাঁশিতে আমাদেরও মুখে কোন কথা নেই যেন দুটি আঁখি ভরে রাখে হাসিতে।। কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো তখন তুমি বলবে। কোন মালা গেঁথে গলে পরালে গো বন্ধু।।