Posts

Showing posts with the label মানবেন্দ্র মুখোপাধ্যায়

ময়ূরকণ্ঠী রাতেরও নীলে C#

ময়ূরকণ্ঠী রাতেরও নীলে আকাশে তারাদের ঐ মিছিলে তুমি আমি আজ চল চলে যাই শুধু দু’জনে মিলে।।   হয়তো পাবো না পথের ঠিকানা তবু যাব আজ ছাড়িয়ে সীমানা সাথী যদি হও পাশে থেকে মোর করিনা ভয় নিখিলে।।   আকাশ যদি ঢাকে ঘনঘটায় তারারা মেঘে মেঘে হারিয়ে যায়   যা আছে থাকনা করি না ভাবনা আঁধারে কুয়াশায় হারিয়ে যাব না মনেরও আলোয় চিনে নেব পথ তুমি ভরসা দিলে।। x

বনে নয় মনে মোর পাখি আজ গান গায়

বনে নয় মনে মোর পাখি আজ গান গায় এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায় গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়।।   একি তবে রূপময় অপরুপ দিল ডাক স্বপনের সমারোহে বেলা আজ কেটে যাক সুর আর সুরভীতে উন্মনা মন যেন তারই সারা পায় এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায়।।   চম্পা বকুলের ভাঙে ঘুম, ভাঙে ঘুম চঞ্চল হলো আজ ফাল্গুন ভাঙে ঘুম। হায় তার সে চরণের সুর বাজে রুমঝুম রুমঝুম রঙে রুপে জানি না এ সুন্দর নীল আকাশ সে কি তবে এ জীবনে মধুরের উপহাস তার ফুল বাঁশরীতে এই আমি আপনারে যেন খুঁজে পাই এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায়।। x

আমি এত যে তোমায় ভালবেসেছি

F আমি এত যে তোমায় ভালবেসেছি। তবু মনে হয় এ যেন গো কিছু নয় কেন আরো ভালবেসে যেতে পারে না হৃদয়।। তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেপে উঠে ঐ তোমার অধরে ওগো যে হাসির মধু মায়া ফুটে ঐ তারা এই অভিমান বোঝে না আমরা বলে তুমি তো আমায় ভালবেসেছ শুধু আমার গোপন ব্যাথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালবেসে যেতে পারে না হৃদয়।। তুমি তো জান না ওগো তোমার প্রাণের ঐ সুরে কাছে আমার গানের বানী আহত পাখির মত লুটায়ে আছে। তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পড়ালে যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে তারা এ দিনতাটুকু দেখে না আমার বলে তুমি তো আমায় ভালবেসেছো শুধু আমার গোপন ব্যাথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালবেসে যেতে পারে না হৃদয়।। Lyrics-Shyamal Gupta Tune-Manabendra Mukhopadhyay. Singer: Manabendra Mukhopadhyay Year: 1958,

ময়ুরকণ্ঠী রাতেরও নীলে

C ময়ুরকণ্ঠী রাতেরও নীলে আকাশে তারাদের ঐ মিছিলে তুমি আমি আজ চল চলে যাই শুধু দু ’ জনে মিলে হয়তো পাবো না; পথের ঠিকানা তবু যাব আজ ছাড়িয়ে সীমানা সাথী যদি হও পাশে থেকে মোর করিনা ভয় নিখিলে।। আকাশ যদি ঢাকে ঘনঘটায় তারারা মেঘে মেঘে হারিয়ে যায়। যা আছে থাকনা ; করি না ভাবনা আঁধারে কুয়াশায় হারিয়ে যাব না মনেরও আলোয় চিনে নেব পথ তুমি ভরসা দিলে।। শিল্পী: মানবেন্দ্র মুখোপাধ্যায় কথা ও সুর: সুধীন দাসগুপ্ত।