Posts

Showing posts from March, 2017

আমার স্বপন কিনতে পারে এমন আমীর কই

আমার স্বপন কিনতে পারে এমন আমীর কই ? আমার জলছবিতে রঙ মিলাবে এমন আবীর কই ? আমি দুখের সিংহাসনে বসে সুখের বিচার করি আমি ভাবের ঘরের অভাবটুকু আখর দিয়ে ভরি ।। আমার পরম বন্ধু হবে,  এমন অধীর কই।। আমার জলছবিতে রঙ মিলাবে এমন আবীর কই অসীম ধনে ধনী, দরিদ্র কে বলে আমায় জাগরনের ঘুমে আছি  বিনিদ্র কে বলে আমায়। আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরেই আসি আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালবাসি আমার ধরে বেঁধে রাখে এমন সে নীড় কই আমার জলছবিতে রঙ মিলাবে এমন আবীর কই ।।

চুমকি চলেছে একা পথে

চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরও ভাল সুন্দরী চলেছে একা পথে মুখেতে গালি মিঠা মিঠা হেঁয়ালি যত খুশি গালাগালি কর লাগে ভাল আমাকে পাশে নিয়ে চল না মিষ্টি করে তুমি বল না তোমাকে যে আমি ভালবাসি।। ও টাঙ্গাওয়ালী হাত কর খালি চাবুক রেখে আমার হাত ধর সেই ভাল। একা একা এই পথে চলোনা আর কারও নজরে পড়োনা তাহলে যে মরে যাব আমি।। Singer: Khurshid Alam Lyricist: Dewan Nazrul Music: Alam Khan Movie: Dost Dushmon

যদি কিছু আমারে শুধাও

যদি কিছু আমারে শুধাও কি যে তোমারে কবো নীরবে চাহিয়া রবো না বলা কথা বুঝিয়া নাও।। ঐ আকাশ নত যুগে যুগে সংযত নীরবতা অবিরত কথা বলে গেছে কত। তেমনই আমার বাণী সৌরভে কানাকানি। হয় যদি ভ্রমরা গো সে ব্যাথা বুঝিয়া নাও।। অন্তরে অন্তরে যদি কোন মন্তরে বোবা এ প্রাণের ব্যাথা বোঝানো যেতো গো তারে। কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি। কিছু নয় তার কাছে এটুকু বুঝিয়া নাও।। যদি কিছু আমারে শুধাও (১৯৬৩) কথা ও সুর : সলিল চৌধুরী শিল্পী : শ্যামল মিত্র

কেউ বলে ফাল্গুন

F কেউ বলে ফাল্গুন,  কেউ বলে পলাশের মাস,  আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দখিনা  কেউ বলে মাতাল বাতাস  আমি বলি আমার দীর্ঘশ্বাস।। কেউ বলে নদী কেউ তটিনী,  কেউবা নাম দিয়েছে নাম তরঙ্গিনী আমিতো তাকে কোনো নামে ডাকিনি  সে যে আমার চোখেই জলোচ্ছাস।। জোনাকীর নাম নাকি আঁধার মাণিক,  আমি তো দেখি আগুন জ্বলে ধিকি ধিক্‌ খর বৈশাখে প্রথম যেদিন  মেঘের মিছিলে ঐ আকাশ রঙিন তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীণ্‌  আমি শুনি ঝড়ের পূর্বাভাস।।

06 জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি

জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি সব কিছু ভুলে যেন করিলেন দেন তুমিও তো বেশ আছো, ভালোই আছো কবিতায় পড়া সেই বনলতা সেন।। টানা টানা চোখে কালি পড়েনি কোন হাসলেও গালে টোল পড়ে এখনো কি জাদু জানো তা বিধাতা জানেন কবিতায় পড়া সেই বনলতা সেন।। পরিপাটি বেশবাস তেমনি আছে ঘটনার কোন রেশ নেই তো কাছে এভাবে সবাই কি থাকতে পারে কবিতায় পড়া সেই বনলতা সেন।।