Posts

Showing posts from 2016

আমার সারা দেহ খেও গো মাটি

আমার সারা দেহ খেও গো মাটি (ও) এই চোখ দুটো মাটি খেও না আমি মরে গেলেও তারে দেখার সাধ মিটবে নাগো মিটবে না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না।। ওরে ইচ্ছেকরে বুকের ভেতর লুকিয়ে রাখে তারে যেন না পারে সে যেতে আমায় কোনদিনো ছেড়ে আমি এই জগতে তারে ছাড়া থাকবো নাগো থাকবো না।। ওরে এই না ভুবন ছাড়তে হবে দুই দিন আগে পরে বিধি একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘড়ে আমি ওই না ঘরে থাকতে একা পারবো নাগো পারবো না।। Singer: Andrew Kishore Lyricist & Composer: Ahmed Imtiaz Bulbul Movie: Noyoner Alo

কতযে তোমাকে বেসেছি ভালো D#m

কতোযে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে ‍যদি দেখানো যেত আমিযে তোমার তুমি মানতে।। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম  যত দেখি তৃষ্ণা মিটেনা ভীরু দুটি বাকা ঠোটে পুর্নিমা চাঁদ ওঠে হাসলে ঝরে পড়ে জোছনা আমি এইরূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি ওগো বাঁচতে।। ওই কালো কেশ তুমি ছড়ালে যখন মেঘেরাও পেল যেন লজ্জা আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো মধুময় হল ফুল সজ্জা ওগো এই রাত যদি কভু শেষ না হতো জীবন বেলার শেষ প্রান্তে।। Lyricist: Nazrul Islam Babu Music: Ali Hossain Movie: Usila Release Year: 1986

চাঁদের সাথে আমি দেবনা তোমার তুলনা

চাঁদের সাথে আমি দেবনা তোমার তুলনা নদীর সাথে আমি দেবনা তোমার তুলনা তুমি চাঁদ হতে যদি দুরে চলে যেতে তুমি নদী হতে ‍যদি দুরে চলে যেতে সেকথা যেন ভুলনা তুমি যে তোমারি তুলনা।। ফুলের সাথে আমি দেবনা তোমার তুলনা কলির সাথে আমি দেবনা তোমার তুলনা তুমি ফুল হতে যদি ঝড়েই পড়ে যেতে তুমি কলি হতে যদি দুরেই উড়ে যেতে সেকথা যেন ভুলনা তুমি যে তোমারি তুলনা।। কবির সাথে আমি দেবনা তোমার তুলনা ছবির সাথে আমি দেবনা তোমার তুলনা তুমি কবি হতে যদি সবার হয়ে যেতে তুমি ছবি হতে যদি তবেই মুছে যেতে সেকথা যেন ভুলনা তুমি যে তোমারি তুলনা।। Singer: Runa Laila & Andrew Kishore Lyricist: Sayed Samsul Haque Music: Alam Khan Movie: Ashirbad

হয় যদি বদনাম হোক আরো

হয় যদি বদনাম হোক আরো আমিতো এখন আর নই কারো অন্ধগলির এই যে আঁধার বন্ধু হল আজ আমার।। জীবন ভরে ছিলো শুধু হাসি শুধু গান কোথা যে হাড়ালো কেঁদে কেঁদে বলে প্রান বকুল শুকালো সুবাস হাড়ালো আরকিছু বাকী নেই হাড়াবার।। দুখের আগুনে পুড়ে গেছে অন্তর ঝড়ে ভেঙ্গে গেছে বালুচরে বাঁধা ঘর এখন মরন এল কাছে ডেকে নিলে ছুটে যাবো ভেঙ্গে পারাপার।। শিল্পী: জাফর ইকবাল সংগীত : আলাউদ্দিন আলী মুভিঃ বদনাম

আজকে নাহয় ভালোবাসো আর কোনদিন নয়

Fm আজকে নাহয় ভালোবাসো আর কোনদিন নয় ঐ প্রেমের দরজা খোলোনা কাল কি হবে জানিনা।। তোমার আমার মাঝে কেন বাধা তুমি রাখো একটু আদর করে আজ নতুন নামে ডাকো আমায় একা ফেলে যদি খিড়কি বন্ধ করো মনের খিড়কি তোমার জানি খুলে যাবে আরো সপ্নের রানি তুমি দাওনা একটু অনুমতি।। মধুরো এই নিবিড়ে এক কামরায় দুজনে বন্দি হয়ে গেলে বলো ক্ষতি কিযে তাতে শুনেছি এক সিংহ নাকি আছে আশেপাশে আমায় খেয়ে ফেললে তুমি তখন পচতাবে দরজা খুলে দাও রাখো তোমার কাছে কাছে।। Singer: Mohammad Khurshid Alam Lyric : Dewan Nazrul Tune: Alam Khan movie "Mintu Amar Naam"

সামাল সামাল সামাল সাথী

F সামাল সামাল সামাল সাথী ধীরে ধীরে চলরে  উচা নিচা ছাইড়া ও তুই সোজা পথে চল সওয়ারীর গতর নরম; ও সওয়ারীর মেজাজ গরম।। কত তোরে দিলাম টেনিং তবু শিখলি না এত বড় হইলি ডাঙ্গর মানুষ চিনলি না নরম নরম গায়ে ফুলের আঘাত কি আর সয়রে।। সুন্দর নারীর সুন্দর মুখে কথা মিঠা হয় তোর কারনে সেযে আমায় তিতা কথা কয় ঘরের মানুষ হইলে না হয় এমন কথা সয়রে।। শিল্পী: সৈয়দ আব্দুল হাদী কথা : মাসুদ করিম সুর : সুবল দাস ছবি : ওয়াদা

বৈশাখী মেঘের কাছে

G# বৈশাখী মেঘের কাছে জলচেয়ে তুমি কাঁদবে আমি চাইনা শুধু সপ্নকে সত্যিমনে করে তুমি কাঁদবে আমি চাইনা ।। ঝড়ের আকাশে পুর্নিমা চাঁদ দুরাশা সে স্বাধ তোমার ভেঙ্গে যেতে পারে সহসা (২) তাই অনুরোধ, সপ্নের কথা সপ্নেই ভুলে যাওনা।। চাঁদের আশাতে যে দীপ তোমার নেভালে তার সন্ধান পাবেনা স্বপ্ন হারালে (২) তাই অনুরোধ, সপ্নের কথা সপ্নেই ভুলে যাওনা।। কথাঃ আবুল হায়াত মোহাম্মদ কামাল সুরঃ অনুপ ভট্টাচার্য্য

গানেরি খাতায় স্বরলিপি লিখে বল কি হবে

C গানেরি খাতায় স্বরলিপি লিখে বল কি হবে জীবন খাতার ছিন্ন পাতা শুধু বেহিসাবে ভরে রবে।। মন নিয়ে লুকোচুড়ি খেলে কোনদিন যাবে পথে ফেলে ফুরাবে আমার এগান যাবে আমায় কিগো ডেকে নেবে জানি নেবেনা ।। যে কুড়ায় কাচের গুড়ো, পথের ধারে ফিরে ফিরে আচলে চন্দ্র ঢেকে, সে হয় খুশী পিদিম জ্বেলে গান শুনে ভালো লাগে যারে এতোদেখে চেনোনিকো তারে ঠিকানা তোমার বল কবে সুরের রেখায় একে দেবে, জানি দেবেনা ।। Lyrics: গাজী মাজহারুল আনোয়ার। Music: সুবল দাস। Singer: মাহমুদুন্নবী।

তুমি ভয় পেয়োনা, ভয় পেয়োনা,

C তুমি ভয় পেয়োনা, ভয় পেয়োনা, আমি চাঁদকে বলেছি আজ রাতে জোছনা লুকাতে।। বৃষ্টিকে বলেছি ডেকে তোমার পায়ের ধ্বনি রাখতে ঢেকে আঁধারকে বলেছি সঙ্গী হতে তোমার নিবিড় কালো চুলের সাথে।। লজ্জাকি এখানো তোমার হাজার চোখের কাঁটা বিঁধবেনা আর।। সুখের এ আগুনে একটু শুধু আমায় পোড়াও তুমি নিজের হাতে।। কথাঃ মোহাম্মদ রফিকউজ্জামান সুর ও শিল্পীঃ খন্দকার নুরুল আলম

তুমি সন্ধ্যাকাশে তারার মত আমার মনে জ্বলবে

C তুমি সন্ধ্যাকাশে তারার মত আমার মনে জ্বলবে তুমি ঘুমের ঘোরে স্বপন মাঝে মনের কথা বলবে।। শীতের সাঝে রজনী গন্ধা ফুটবে যবে বনে হয়তো তুমি আসবে নাকো আমার শুন্য মনে ভোরের ঝরা মিষ্টি শিশির তোমার কথা বলবে। মৌবনে মৌমাছিদের মধু গুঞ্জরনে হাড়িয়ে যাবো আমি আবার তোমার আলাপনে তোমার মুখের মিষ্টি হাসি আমার কথা বলবে।। কথা: মুসা আহমেদ সুর: আজমল হুদা মিঠু শিল্পী: সাইফুল ইসলাম

এই স্বপ্ন ঘেরা দিন রাখবো ধরে

C এই স্বপ্ন ঘেরা দিন রাখবো ধরে সাজাবো বাসর বধু তোমারি তরে।। কবির ভাষায় যদি বলে যাই ওগো তোমরি তুলনা বুঝি নাই আমার কেবলি শুধু মনে হয় তুমি তাজমহলের চির বিশ্বয় হেসোনা হেসোনা তুমি লাজে ফুল ঝরে যারে অঝরে অকারন ব্যাথা পরে ভ্রমরে।। তোমায় বাসিবো ভালো চিরদিন আমি তোমাতেই হবো যে বিলীন হৃদয় যাহারে চায় তুমি তাই তুমি ছাড়া এ জীবনে কেহ নাই এ বাঁধন কতযে মধুর বোঝাতে পারিনা কেহ কাহারে এত ঢেউ দোলে তাই সাগরে।।

ওগো তুমি যে আমার কত প্রিয়

F ওগো তুমি যে আমার কত প্রিয় কেমন করে বোঝাই বল তুমি তো বোঝনা জেনেও না জানো না।। কেন মিছে দ্বিধা করো , লুকোচুড়ি কেন করো দুরে দুরে কেন থাক ? কাছে এসে চেয়ে দেখ বন্ধু আমাকে চিনে নিতে পারো কিনা।।  তুমি ওগো তুমি মোরে , বেঁধেছা যে মায়া ডোরে তুমি ছাড়া একা একা , সবি যেন লাগে ফাকা বন্ধু আমাকে ফাকি দিয়ে , চলে যেওনা।। গীতিকার: মুকুল চৌধুরী সুর: আলম খান শিল্পী: ফেরদৌস ওয়াহিদ

ও রে নীল দরিয়া

ও রে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া।। কাছের মানুষ দুরে থুইয়া মরি আমি ধরফরাইয়া রে দারুন জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়া হায়রে কিজানি কি করে। ওরে সম্পানের নাইয়া আমায় দে রে দে ফিরাইয়া হইয়া আমি দেশান্তরি দেশ বিদেশে ভিড়াই তরীরে নঙর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নঙর পইরা রইছে হায়রে সারেঙ বাড়ির ঘরে এইনা পথ ধইরা আমি কত যে গেছি চইলা একলা ঘরে মন বধুয়া আমার রইছে পন্থ চাইয়া।। গীতিকারঃ মুকুল চৌধুরী, সুরকারঃ আলম খান, শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার, চলচ্চিত্রঃ সারেংবৌ (মুক্তিঃ-১৬ জুন-১৯৭৮ইং),

তুমি সাত সাগরের ওপার হতে আমায় দেখেছ

F (F) তুমি সাত সাগরের ওপার হতে আমায় দেখেছ আর মন ভ্রমরের কাজল পাখায় ছবি একেছো (M) আমি ময়ুর পঙ্খি নাও ভিড়িয়ে তোমায় দেখেছি আর প্রবাল দীপের পান্না ভেবে চেয়ে থেকেছি।। (F) আগুন ঝরা ফাগুন যখন এলো পলাশ বনে তোমার কথাই ভেবেছিলেম আমি মনে মনে (2) (M) তোমার চোখে তাইতো খুশির পরাগ মেখেছি (ওগো)।। (M) সুক্লা চাঁদের পঞ্চমীতে সাগর যখন দোলে তোমার আশায় বসেছিলেম বাতায়ন খুলে (2) (F) দক্ষিন হাওয়ায় তাইতো তোমায় চিঠি লিখেছি।। গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার সুরকারঃ আনোয়ার পারভেজ শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার ও শাহনাজ রহমতুল্লাহ

এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান

এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান কান্না হয়ে বাঁজে কেন বাঁজে আমার গান।। কেউ চলে যায় কেউবা আসে দু দিনের এই পরবাসে কেউ বোঝে না কারো হাসি অভিমান।। এই যোগ বিয়োগের রঙ্গমেলায় এলাম কেন তবে বাজলে বাঁশি আবার যদি ফিরেই যেতে হবে। কিছুই দিতে পারবো না যে আমার সকল গানের মাঝে অশ্রু বুঝি তাই ঝরে অফুরান।। Singer: Syed Abdul Hadi Lyrics: Abu Hena Mustafa Kamal Composition: Subal Das

হায় হায় প্রেমে পড়লে বারমাসি গান সবাই গায়

A# হায় হায় প্রেমে পড়লে বারমাসি গান সবাই গায় কোন মাসেই প্রেম হইলো (হায় হায়) না কি করি উপায়।। বৈশাখেতে হইলো দেখা জৈষ্ঠ গেল চলে পাকনা আমের রসের মজা জুটলো কপালে আষাড় গেল শ্রাবন গেল বৃষ্টি হইলো অতি আইলোনা কেউ আমার পাশে হইয়া মাথার ছাতি ভাদ্র আর আশ্বিনে মইড়া গেলা গরমে সেই গরমের শিতলপাটি কে দেবে আমায়।। কার্তিক অঘ্রান ধানের গন্ধ লাগে বড় মিঠা খাইতে ভালো লাগেনা আর নানির হাতের পিঠা একলা ঘরে রাইত কাটেনা দারুন পৌশ মাঘে চুল্লা ভর্তি আগুন আছে তবু ঠান্ডা লাগে ফাল্গুন আর চৈত মাসে ছিপ ফেলিলাম যার আসে সে শুধু খোট মারে টোপ গেলানো দায়।। শিল্পীঃ মোঃ খুরশিদ আলম গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার সুরকারঃ সত্য সাহা পরিচালকঃ দিলীপ বিশ্বাস। ছায়াছবিঃ অনুরোধ - ১৯৭৭