Posts

Showing posts from July, 2018

অনেক সাধের ময়না আমার

অনেক সাধের ময়না আমার বাধন কেঁটে যায় মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।। আর তো আমায় ডাকবে না সে সকাল দুপুর সাজে বলবে না আর মনের কথা মধুর মধুর লাজে গাইবে না সে গান আমারই দূর আকাশের গায়ে মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।। কত সুখের স্বপন ছিল দুটি নয়ন ভরে চিনেছিলাম দুজনারে কত আপন করে মিলন মালা আজ খুলে গো যায় সে চলে যায়।। কথাঃ সৈয়দ সামসুল হক সুরঃ বশীর আহমেদ

আমার এ দুটি চোখ পাথর তো নয়

আমার এ দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায় কখনো নদীর মত তোমার পথের পানে বয়ে বয়ে যায়।। আমিতো বাগান নই তবু কেন ফোটে ফুল ফাগুনে ফিরে আসে ভ্রমরের মত ভুল কত বরষায় আমার হৃদয় শুধু মেঘ হয়ে যায়।। শুনিতে চাইনা গান তবু সুর ফিরে আসে স্বপ্নের বাঁশী বাজে জীবনের বারো মাসে কত রাত্রিতে আমার প্রদীপ শুধু জ্বলে জ্বলে যায়।।

ও কালো মেয়ে নিজেই জানো না

ও কালো মেয়ে নিজেই জানো না তুমি কত সুন্দর সুন্দর তোমার ঐ মন কালো গোলাপ ফুলের মতন।। কিছু কিছু কালো যেন সাদাকে দেয় খুব লজ্জা কালোর মাঝেই থাকে হাজার আলোর সাজ সজ্জা ও পেয়েছি আমি পেয়েছি, তুমি যে আমারই আপন।। টানা টানা কালো চোখে বিজলী যায় যে চমকে ও ও কালো চোখেই চেয়ে হৃদয় গেল আজ থমকে ও জেনেছি আমি জেনেছি, তুমি যে আমারই স্বজন।।

নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখনা

নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখনা, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি আমি বোঝাতেতো কিছু পারি না। নীলাঞ্জনা।। বিরহ ব্যাথাতে এ মন ভেঙ্গে যায় না পাওয়ার আধারে খূজেছি তোমায়, কত গুলো ফাগুন গিয়েছে ফিরে আশা গুলো কেদেছে তোমার তরে। আজ সব ব্যাথা ভুলে যাব চেয়ে দেখনা, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি; আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা।। বহুদিন পরে এসেছে মধুমাস তোমার যতসুখ সে তো আমার সন্ন্যাস, মেঘে ডানায় রূপে সোনারই ছায়া প্রেমে ভরা চোখে সুখের নীলিমা। সেই সুখ চোখে নিয়ে আমায় সুখী করনা, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখনা তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি আমি বোঝাতেতো কিছু পারি না।।

আমার মনের ফুলদানীতে

আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন সাজিয়ে দেব যতন করে ফুলেরও মতন তুমি যেন ভুল বুঝনা আমায় উদাস দেখে মনের মাঝে মন দিলে হায় অনেক বাঁধাই আসে ।। মনেরও সেই ফুলদানীতে ফোটে যদি ফুল বেলি-গোপাল-গন্ধরাজ আর সুবাসী বকুল।। কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে ।। তোমার মাঝে আমি যেনো ডুবেছি এমন ডুবে যায় সাগরেতে তরণী যেমন।।