আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
C# আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তের নদীর পারে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে সাত সাগরের পারে।। সে এক রূপ কথারই দেশ ফাগুন যেথা হয়না কভু শেষ তারারই ফুল পাপড়ি ঝড়ায় সেথায় পথের ধারে।। সেই রূপ কথারই দেশে যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে সুর হয়ে তাই ঝরে আমার গানে। তাই খুশির সীমা নাই বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই জানিনা আজ হৃদয় কোথায় হারাই বারে বারে।। Music Director : Robin Chattopadhyay Lyricist : Gauri Prasanna Mazumder Movie : Sagarika Artist : Shyamal Mitra Release : 1956 Director : Agradoot