Posts

Showing posts with the label শ্যামল মিত্র

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে

C# আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তের নদীর পারে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে সাত সাগরের পারে।।   সে এক রূপ কথারই দেশ ফাগুন যেথা হয়না কভু শেষ তারারই ফুল পাপড়ি ঝড়ায় সেথায় পথের ধারে।। সেই রূপ কথারই দেশে যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে সুর হয়ে তাই ঝরে আমার গানে। তাই খুশির সীমা নাই বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই জানিনা আজ হৃদয় কোথায় হারাই বারে বারে।। Music Director : Robin Chattopadhyay Lyricist : Gauri Prasanna Mazumder Movie : Sagarika Artist : Shyamal Mitra Release : 1956 Director : Agradoot

চেনা চেনা লাগে

D# চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না।। এলোমেলো পথে চলা, মনে মনে কথা বলা আকাশ ভরা স্বপ্ন ঝরা আকুল করা বেদনা।। তুমি আমি যেন নদী চলে যাব নিরবধি অজানা দেশে যেখানে এসে আঁধারে মেশে জ্যোছনা। Singer : Shamol Mitra Movie : Surjokonna Lyric : Pradip Goswami Tune : Alauddin Ali Music : Alauddin Ali

যদি কিছু আমারে শুধাও

যদি কিছু আমারে শুধাও কি যে তোমারে কবো নীরবে চাহিয়া রবো না বলা কথা বুঝিয়া নাও।। ঐ আকাশ নত যুগে যুগে সংযত নীরবতা অবিরত কথা বলে গেছে কত। তেমনই আমার বাণী সৌরভে কানাকানি। হয় যদি ভ্রমরা গো সে ব্যাথা বুঝিয়া নাও।। অন্তরে অন্তরে যদি কোন মন্তরে বোবা এ প্রাণের ব্যাথা বোঝানো যেতো গো তারে। কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি। কিছু নয় তার কাছে এটুকু বুঝিয়া নাও।। যদি কিছু আমারে শুধাও (১৯৬৩) কথা ও সুর : সলিল চৌধুরী শিল্পী : শ্যামল মিত্র