Posts

Showing posts from 2014

দিন যায় কথা থাকে

G#   দিন যায় কথা থাকে G#                      C#    কে যে কথা দিয়ে রাখলোনা,  G#     D#              G# ভুলে যাবার আগে ভাবলনা G#          C#            G#   সে কথা লেখা আছে বুকে।। G#                  D#                   C#   সে কথা নয়নে আগুন আল্পনা আঁকে G#                                D#      G#   স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে G#                    C#   সে জ্বালা যন্ত্রনা      কাউকে বলবো না   D#                     G#                    বলবো আছি সুধু সুখে।। মন পাখি তুই থাকরে খাঁচায় বন্দি আমিতো করেছি দুখের সঙ্গে সন্ধি কি আছে পাওনা কার কাছে দেনা  যাক সে হিসেব চুকে।। গীতকার ও সুরকার: খান আতাউর রহমান

তারা ভরা রাতে

তারা ভরারাতে তোমার কথা যে মনে পড়ে বেদনায় গো এই আলো ছায়া ভরা মায়া ঝড়া জোছনায় আমি একা জাগি নেই তুমি কাছে হায়।।  তুমি বলেছিলে কাছে কাছে রবে হয়ত গিয়েছ ভুলে সেই বনতল চেয়ে দেখ আজ ছেয়ে গেছে ঝড়া ফুলে ঐ রাত জাগা পাখি সাথী খুঁজে ডেকে যায় কত কথা ভাবি নেই তুমি কাছে হায়।। যত বার ভাবি সব ভুলে যাব তবু কেন মনে জাগে কেন সে বাধন খুলতে আমার এত বেশী ব্যাথা লাগে তাই চাওয়া পাওয়া সবই মন ভুলে যেতে চায় আমি ভাবি শুধু নেই তুমি কাছে হায়।। কথাঃ আজিজুর রহমান সুরঃ মোসলেহ উদ্দীন

মনেহয় তোমারি জন্য আমার পৃথিবীতে আসা

(F>M) মনেহয় তোমারি জন্য আমার পৃথিবীতে আসা তোমার জীবনে তাই দিয়ে যেতে চাই আমার একটু ভালবাসা।। (F>M) ভালবাসা মানে বুক ব্যাথা করা অনুভব  ভালবাসা মানে সুখ বেদনার উৎসব (F) জেনেছি কাছে এসে সুখের ব্যাথা আছে জেনেছি সুখ আর বেদনার ভাষা।। (M>F) জীবন পায়ে পায়ে কাছে এসে বলে একদিন সব ছেড়ে যেতে হবে চলে (M) তাই আছি কাছাকাছি যতটা সময় বাঁচি জেনেছি সুখ আর বেদনার ভাষা।।

চোখের নজর এমনি কইরা একদিন খইয়া যাবে

C চোখের নজর এমনি কইরা একদিন খইয়া যাবে জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে  পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে  ও ও ও।। সকল কথার মরন হইলে হৃদয় কথা কয় সেই কথাও চোখের কাছে নয়তো গোপন নয় চোখেরি নাম আরশী নগর  একে একে মনের খবর সবই কইয়া যাবে।। এই চক্ষুতে রোদ্র ওঠে আবার ওঠে ঝড় এই চক্ষুই আপন করে আবার করে পর চক্ষে যদি কেউনা তাকায় দুঃখ দিয়া যায় চইলা যায় সেও সইয়া যাবে।।  কথাঃ মাজহারুল আনোয়ার সুরঃ আলাউদ্দিন আলী

এক ফোটা বিষ আজ

এক ফোটা বিষ আজ আমার তিয়াস পিয়া মেটাবেই শুধু কথা দাও (২) তারপর তুমি একবার শুধু দেখে যাবে।। হাজার ফুলে ভরা ধরনীকে ধরলাম এখন আমার আর নেইযে কোন দাম এইতো রীতি (২) আমি বিনা তুমি সুখের সাগরে ভেসে বেড়াবে।। না হয় আমি ধর এভাবে মরলাম সকল মায়া ছেড়ে বিদায় নিলাম এই খেলা (২) অনেক চাওয়াই জানি যায়না পাওয়া চাই যেভাবে।।

কিছু লোক পিছু কথা বলবেই

কিছু লোক পিছু কথা বলবেই অপবাদ হবে অভিযোগ দেবে (২) তবু ভালবাসার আলো জ্বলবেই।। মালা যদি গড়তে হয়  ফুল ছিড়ে তবে আনতে হয় (২) চোখ যত অন্ধ হোক তবু ভাল লাগার ছবি দেখবেই।। তীরে যদি পৌছতে হয়  ঢেউ ভেঙ্গে তবে আসতে হয় প্রেম যত মন্দ হোক তবু বেচে থাকার সুখে মরবেই।।

একটি মনের দাম দিতে গিয়ে

একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলাম (২)।। কতযে কথা ছিলো এই মনে অচেনা মনের নিরব প্রানে আশায় আশায় কেন হারালাম।। মনে হয় তারে আমি চিনি না দেবার তোমাকে আর কিছু নেই গড়মিল হয়ে গেল হিসেবে পথহারা আমি সেই ভাবনা। কতযে থেমে চলেছি পথে অজানা সে মোন মোনের সাথে মায়ায় মায়ায় কেন জড়ালাম।। শিল্পী: আব্দুর রউফ কথাঃ শহীদুল ইসলাম সুরঃ  কাজল রশীদ

যদি ভূল করে কাছে এসে থাকি

যদি ভূল করে কাছে এসে থাকি তবে সে ভূলে অনুশোচনা আমাকে করতে দাও বিরহের অনলে আজ আমাকেই পুড়তে দাও।। হয়তো এ গান হবে শেষ গান জানবে না ছিল কি অভিমান একটু না পাওয়ার বেদনা নিয়ে আামায় একা তুমি কাঁদতে দাও।। একদিন শেষ হবে এজীবন  ডাকবে আমায় কাছে মরন ভেঙ্গে যাওয়া স্বপ্ন হৃদয়ে নিয়ে আমায় একা তুমি বাঁচতে দাও।।

আজ এই বৃষ্টির কান্না দেখে

আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায় অশ্র“ভরা দুটি চোখে তুমি ব্যাথার কাজল মেখে লুকিয়ে ছিলে ঐ মুখ।। বেদনাকে সাথী করে পাখামেলে দিয়েছ তুমি কত দুরে যাবে বল তোমার পথের সাথী হবো আমি।। একাকীনি আছো বসে পথভুলে গিয়েছো তুমি কোন দুরে যাবে বল তোমার চলার সাথী হবো আমি।। LYRICS : KAUSAR AHMED CHAUDHURY TUNE : LUCKY AKHAND SINGER : USTAAD NIAZ MOHAMMAD CHOWDHURY

যেতে যেতে কেন পড়ে বাধা

যেতে যেতে কেন পড়ে বাধা মনতো আর মানেনা মেঘ কেটে গেছে বহুদুর ঝড় তো তবু থামেনা পথেবাধা আমার (২)।। দিন যায় রাত আসে সপ্ন চেখে ভাসে আমি কি পাব তার ঠিকানা।। কত স্মৃতি কত আশা এ আমার ভালবাসা তুমি তো ভূলেও ফিরে এলে না।।

এইতো শুধু আমার জন্য কারাগার

এইতো শুধু আমার জন্য কারাগার তুমি মুক্ত পাখির মত কত সুখে আছো আজো এইটুকু বেদনা নেই হারাবার।। সময়ের ব্যবধানে পৃথিবীও ফাকি দেয় মিথ্যে অপবাদে প্রতিদানে ব্যথা দেয় সুখের সন্ধানে সবাই এগিয়ে চলে তাইবুঝি তোমার সময় হলো না দাড়াবার।। জীবনের সান্তনা দুঃখতে পেতে হয় ব্যার্থ হয়ে মোন মেনে নেয় পরাজয় (২) অশ্র বয়ে বয়ে নদী ও সাগর বুকে  মিলনের সপ্নে যে নিশি দিন করে হাহাকার।। কথা: রঙ্গু সাহাবুদ্দিন সুর ও শিল্পী: বশির আহমেদ

ভুলিতে পারিনা তারে ভোলা যায়না

D ভুলিতে পারিনা তারে ভোলা যায়না বারে বারে মনে পড়ে কেন জানিনা।। ভেবে ভেবে ভোর হয় সৃতি শুধু কথা কয় আধারেতে বসে থেকে আখি জলে ভিজে রয় যত ভাবি ভুলে যাবো মন মানেনা।। কতদিন কতরাত একই সাথে যে দুজনে প্রেমেরি মিলন মালা গেথেছি যে আনমনে সেই মালা ছিড়ে গেল কেন জানিনা।।

বিধি আমার এ চোখ অন্ধ করে দাও

বিধি আমার এ চোখ অন্ধ করে দাও অনুভুতির হাজার দুয়ার বন্ধ করে দাও।। তার চোখে আর আমার এ চোখ পড়েনা যেন তারে নিয়ে স্মৃতির মহল গড়েনা যেন অনুভূতির হাজার ফাগুন দগ্ধ করে দাও।। তার মনে আর আমার এ মন থাকেনা যেন যেন তাওে নিয়ে সুখের স্বপন দেখেনা যেন অনুভবের হাজার বছর নষ্ট করে দাও।।

17 তোমার যাবার সময় বুঝি হয়ে যায়

F তোমার যাবার সময় বুঝি হয়ে যায় আমার দেবার কিছু বাকী রয়ে যায় এভাবে চলে যাবে তুমি (২)।। চুপি চুপি এসেছিলে আঁধারের বুক চিরে আবার চলে গেলে এখোনোতো আঁধখানি রাত রয়ে যায় (২)।। আসি আসি বলে বলে কতদিন ফিরে গেছ কত স্মৃতি গেছ ভুলে দুজনের কথা গুলো তবু থেকে যায়।।

যখনি শুনি কোন সানাইয়ের সুর

যখনি শুনি কোন সানাইয়ের সুর লাগে কেন এত বেদনা বিধুর ভয় হয় যদি তুমি চলে যাও সেই সুরে ভেঙ্গে দিয়ে কখোনো সপ্ন সুর।। কতযে সপ্ন দেখি নয়নে সেকথা তুমি বোঝনা এই বুকে আছো শুধুযে তুমি অন্য কিছু চাইনা যেয়োনা গো তুমি আমাকে ফেলে কখোনো দুর বহুদুর।। নদী যেমন শুকিয়ে গেলে হয়ে যায় মরুভুমি তেমনি তোমাকে কখোনো হাড়ালে রইবো না বেচে আমি অনুরোধ তাই আজ আমাকে ছেড়ে যেওনা দুর বহুদুর।।

16 লাল বেনারশী

লাল বেনারশী জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িযে গেলে হাড়ানো দিনের মতো তুমি হাড়িয়ে গেলে (২)।। কি অপরাধ ছিলো বলোতে আমার দু চোখে আধার শুধু দিলে উপহার সব শর্ত তুমি নিঠুর হাতে (২) গুড়িয়ে দিলে।। কি অভিমান নিয়ে গিয়েছো চলে সে কথা আমায় কেন গেলেনা বলে সব সপ্ন তুমি নিঠুর পায়ে মাড়িয়ে গেলে।।

22 কে বলে পৃথিবীতে প্রেম নেই

কে বলে পৃথিবীতে প্রেম নেই নেই ভালেবাসা  আমি বলি আছে প্রেম প্রেম ছাড়া কিছুনেই নেই কোন আশা।। শাজাহান গড়েছিলো মমতাজ মহল লাইলির গ্রেমে ফেলে মজনু চোখের জল তাই তোমাকে ভালবেসে তাদেরি মত হায়  দেব প্রতিদান।। বাসর গড়ো যদি আমাকে ভুলে  বিষের পেয়ালা দিও নিজ হাতে তুলে আমি তোমাকেই ভালবেসে তোমারই সুখের তরে  সব ব্যাথা সইবো।।  কথাঃ সহীদুজ্জামান স্বপন সুরঃ সহীদুজ্জামান স্বপন

জানি যে ভুল ভেঙ্গেছে বাধন

জানি যে ভুল ভেঙ্গেছে বাধন সবটুকু ছিল কি আমার বলো তোমারো কি ছিলো না সে ভুল ভাঙ্গার অধিকার।। আভিমান করেছো শুধু অভিযোগ তোলনি নীরবে সয়েছো ব্যাথা ভুল তবু ভাঙ্গনি (২) পারোনি বোঝাতে আমায় যে পথে চলেছি সেতো শুধু হারাবার।। সাজিয়ে রেখেছো যতো সপ্ন মনেতে ভেঙ্গেছি কেবলি আমি বিরহের আঘাতে বুঝিনি কখোনো আগে তোমাকে হারালে সাথী হবে হাহাকার।। সুরঃ আলী আকবর রুপু

হাজার মনের কাছে প্রশ্ন রেখে C

হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি পৃথিবতে প্রেম বলে কিছু নেই (২) কিছু নেই।। তবুও মানুষ করে হৃদয়ের গৌরব  বলে প্রেম সেইতো ফুলে যা সৌারভ আমি বলি মিছে সব মানুষের জন্যে ফুলের মত মন মানুষের নেই পৃথিবীতে --------।। নিজের হাতে গড়া স্বার্থের শৃঙ্খল  হয়ে গেছে আজতো পৃথিবীর সম্বল যারা চায় চিরদিন চেয়ে তারা ধন্য  আসলে দেবার মত কিছু আর নেই পৃথিবীতে --------।। Singer: Subir Nandi Music: Sheikh Shadi Khan Movie: Mohanayok

কচি পাতার টিয়া রং

D#m কচি পাতার টিয়া রং (২) আবার কেন খুজি অরন্যে আবার কেন কাঁদে আমার মন (২)।। চাতক পাখির তুষ্ণা আমার বুকে বৃষ্টিতো নয় দুফোটা জল খুঁজি নিটোল চোখে কেন অকারন (২) আবার কেন কাদে আমার মন (২)।। আবার কেন পায়রা খুজি আমি পোড়ো বাড়িতে সোনার হরিন চাইযে ধরিতে শুধু অকারন (১) আবার কেন কাদে আমার মন (২)।। শিল্পী: আনোয়ার  উদ্দীন খান   সুরঃ দেবু ভট্টাচার্য

তোমার কাজল কেশ ছড়ালো বলে

তোমার কাজল কেশ ছড়ালো বলে আই রাত এমন মধুর তোমার হাসির রং লাগলো বলে দোলে ঐ বনের নুপুর।। এই ঘন কুন্তল বন্যা কে দিলো তোমায় বলো কন্যা অধরেকে দিলো বলো জড়ায়ে ফাল্গুনি হাসির সুর।। আমার গানের কলি ভ্রমর হয়ে তোমারে সুধায় যদি তা তুমি বলবে কি তা। এই রাত ঘন নিশি গন্ধা আখিরে ভুলায় বুঝি তন্দ্রা কে দিলো আমার নিশি ভরায়ে তোমার হাসির মধু।। কথাঃ আবু হেনা মোস্তফা কামাল সুর: আব্দুল আহাদ শিল্পী: বশির আহমেদ

প্রথম দেখায় দিয়েছিলাম

প্রথম দেখায় দিয়েছিলাম তোমায় আমার প্রান সেদিন থেকে বুকের মাঝে লিখি তোমার নাম।। যেদিন তুমি লিখলে চিঠি গানেরই ভাষায় ধন্য হল জীবন আমার সুখেরি দোলায় সেদিন থেকে ব্যাথার লগন হল অবসান।। যেদিন তুমি আসলে কাছে ফাগুনও বেলায় খুশির জোয়ার জাগলো মনে তোমারি ছোয়ায় সেদিন থেকে বুঝে নিলাম প্রেমের প্রতিদান।।

কাউকে দুঃখ দিয়ে সুখী হওয়া যায়না

কাউকে দুঃখ দিয়ে সুখী হওয়া যায়না সুখী তাই হতে পারনি জেনেছ নিজের ভুলে হাড়িয়েছ সব ছলনা আজো ছাড়োনি।। যেসুখ খুজেছ তুমি অন্ধ হয়ে সে সুখের দ্বার গ্যাছে বন্ধ হয়ে (২) বৃথাই হল তোমার নিঠুর হওয়া বন্ধ সে দ্বার তুমি খুলতে পারোনি।। যে ভুল করেছ তুমি সত্য ভেবে মাশুল বলোনা তার আজকে কে দেবে (২) আমি সয়ে গ্যাছি তোমার আঘাত টুকু সত্যের কাছে তবু তুমি হারনি।।

12 চাঁদেরো ঈর্ষা হবে

চাঁদেরো ঈর্ষা হবে তোমায় দেখে সাগরের জোয়ার যে আজ থমকে যাবে ও তনুর বাহার দেখে (২)।। স্নান শেষে জড়িয়ে থাকা শিক্ত চুলে সূর্য কিরন লেগেছে আজ মুক্তো জলে এ আখি ভরলো প্রেমের পরাগ মেখে ও তনুর বাহার দেখে (২)।। বাগিচায় ফুটলে গোলাপ দলে দলে তুমি কাছে এলে যে হয় ম্লান সকলে বিধাতা বিভোর হবে সৃষ্টি দেখে ও তনুর বাহার দেখে (২)।। কথাঃ মিল্টন খন্দকার সুরঃ শহীদুর রহমান

তোমার ঐ চোখের বাঁশী

তোমার ঐ চোখের বাঁশী বিষের ও বাশী তোমার ঐ মুখের হাসি মরনও হাসি তবুসেই মরন আমি ভালো বাসি।। কথার কাটাগুলো পথের কাটা হলো প্রেমের ব্যাথা গুলো প্রেমিক করে নিলো ও-মনের ঘরে রয়না মোন ঐতো বাশী।। ও রুপের জ্বালা গুলো আগুন জ্বালা হল আসল বাধন গুলো আমায় ফাঁসি দিল ও-আমি তো নই আমি এক উদাসী।। কথাঃ মাজহারুল আনোয়ার সুরঃ আলাউদ্দিন আলী শিল্পী: সৈয়দ আব্দুল হাদী

11 আমি চাঁদকে বলেছি আলো দিও

আমি চাঁদকে বলেছি আলো দিও আমার প্রিয়ার ঘরে সেযেন জাগেনা রাতএকেলা আধারে।। সেই রাতে যদি বরষা ঝড়ে সে যদি ঘুমায় (২) বরষাকে তুমি কানে কানে বলো সে যেন আর না ঝড়ে আমার প্রিয়ার ঘরে।। ঘমিয়ে সে যদি সপ্ন দেখে মধুর মধুর (২) তন্দ্রা চোখে সে যেন শোনে আমার এগান সুরে সুরে আমার প্রিয়ার ঘরে।। কথাঃ লিয়কত আলী বিশ্বাস সুরঃ মোস্তাক আহম্মেদ

অনেক বৃষ্টি ঝড়ে তুমি এলে

অনেক বৃষ্টি ঝড়ে তুমি এলে যেন এক মুঠো রৌদ্র আমার দু চোখ ভরে তুমি এলে।। কত বেদনার বিষন্ন মেঘে ভেসে ভেসে এলে তুমি অবশেষে তাই বাতায়নে ময়ুরের ঝিলি মিলি ঝিলি মিলি আজ সারা দিন ধরে।। আমার........... আমি যেন ঐ আলোর খেয়া আনমনে ভেসেযাই কোন স্বপ্নের দেশে যাই। কত শিউলি আনন্দ যায় ডেকে ডেকে দুর বন ভুমি থেকে তুমি এলে যেন এক মুঠো চঞ্চল চঞ্চল খুশি এলো অন্তরে।। 

চাঁদে কলঙ্ক আছে যেমন

চাঁদে কলঙ্ক আছে যেমন ভালবাসায় বদনাম তেমন তাতে টললো  কোথায় কবে প্রেমেরো আসন প্রেমিকের মন।। প্রেমিক মনের সিংহাসনে যে প্রেম সমাসীন সঙ্গোপনে (২) সে আর কারো নয় তারই আপন। তাইসে কলঙ্গ যেটুকু তুলে সবই নিলাম জেনে আমারি নিজের তাতে জ্বললে জ্বলুক কারো বৈরি নয়ন।। কি হয় অমন নিন্দাবাদে আশিক জনের ধ্যান ভাঙ্গেনা তাতে সেতো রয় প্রেমে তারি মতোন তাই এ গুঞ্জন অপবাদের সবই পাথেও করে নিলাম পথের তাতে খুঁজলে খুঁজুক কেউ দোষেরি কারন।। কথাঃ নজরুল ইসলাম বাবু সুরঃ শেখ সাদী খাঁন

আমার এদুটি চোখ পাথরতো নয়

D# আমার এদুটি চোখ পাথরতো নয় তবুকেন ক্ষয়ে ক্ষয়ে যায় কখোনো নদীর মত তোমার পথের পানে বয়ে বয়ে যায়।। আমি তো বাগান নই তবু কেন ফোটে ফুল ফাগুনে ফিরে আসে ভ্রমরের মত ভুল কত বরষায় আমার হৃদয় শুধু মেঘ হয়ে যায়।। শুনিতে চাইনা গান তবু সূর ফিরে আসে স্বপ্নেরি বাঁশি বাজে জীবনের বারো মাসে কত রাত্রিতে আমার প্রদীপ শুধু জ্বলে জ্বলে যায়।। কথাঃ জাহিদুল হক সুরঃ শেখ সাদী খান

08 কেন ভালবাসা হাড়িয়ে যায় দুঃখ হাড়ায় না

A#m কেন ভালবাসা হাড়িয়ে যায় দুঃখ হাড়ায় না কেন সপ্ন ভেঙ্গে যায় মানুষ কথা দিয়ে কথা রাখেনা।। আমি যারে আপন করি সে হয় আমার পর আমি যারে হৃদয় দিই সে ছাড়ে আমার ঘড় আমি নিজের ব্যাথাই নিজে কেন যে বুঝিনা।। হায়রে দরদী একি তোর খেলা কেন সুখের বদলে দিস বিষের কাঁটার জ্বালা। আমি ব্যাথার সাগরে ডুবে প্রেমের মুক্তা খুজেছি।। কথাঃ শামসুল আলম সুরঃ শেখ সাদী খান শিল্পী: সুবীর নন্দী

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোন লাভ নেই ও-----। আমি অগ্নি গিরির কাছে জ্বলতে শিখেছি আমায় আর জ্বালানোর ভয় দেখিয়ে কোন লাভনেই।। আমি চাইনা হতে কারো প্রেমেরো আচল আমি চাইনা হতে কারো চোখের কাজল (২) আমি তটিনির কাছথেকে চলতে শিখেছি (২) আমায় আর পিছু ডাকার ভয় দেখিয়ে  কোন লাভ নেই।। আমি চাইনা হতে কারো মনের অনল আমি চাইনা হতে কারো নয়নের জল আমি সাগরের কাছ থেকে জানতে শিখেছি আমায় আর অসীমের ভয় দেখিয়ে কোন লাভ নেই।। Lyrics: Gazi Abdur Razzak Tune: Late Debu Bhattacharya Singer: SHUBIR NANDI

ও কালো মেয়ে নিজেই জানোনা তুমি কত সুন্দর

ও কালো মেয়ে নিজেই জানোনা তুমি কত সুন্দর সুন্দর তোমার ঐ মোন কালো গোলাপ ফুলের মতন।। কিছু কিছু কালো যেন সাদাকে দেয় খুব লজ্জা কালোর মাঝেই থাকে হাজার আলোর সাজ সজ্জা ও পেয়েছি আমি পেয়েছি, তুমিযে আমারি আপন।। টানা টানা কালো চোখে বিজলী যায় যে চমকে ও ওকালো চোখেই চেয়ে হৃদয় গেল আজ থমকে ও জেনেছি আমি জেনেছি, তুমিযে আমারি স্বজন।।

মনেতো পড়েনা কোনো দিন

মনেতো পড়েনা কোনো দিন আমিওযে শিল্পি ছিলাম গানে গানে একদিন তোমাদেরি মন আমি যে ভরিয়েছিলাম।। ফেলে আসা সেই দিন স্মৃতির জোনাকি যেন ভীড় করে অকারনে বেদনা জড়ায় কেন (২) আঁধারে চাঁদের মত সুরের সাগরে বান একদিন আমিওতো জাগিয়েছিলাম।। সপ্নের মত সেই ফেলে আসা কতকথা ভীড় করে এইক্ষনে মনেতে জাগায় ব্যাথা সুরের সভায় আমি আমারো প্রানের গান একদিন আমিওতো শুনিয়েছিলাম।। কথা: মহসীন রেজা সুর ও শিল্পী: মাহমুদুন্নবী

এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে

এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে সে আছে নিজেকে নিয়ে আমিতো আপন দোষে পেলাম শুধুই অথৈ যন্ত্রনা।। সেতো যাবে চলে সবি যাবে ভুলে নিঠুর সজনী আমি যাবো কেঁদে তারেই সেধে সেদিন যেদিন শুধু রজনী-ই হবে নিরবে।। হৃদয় দেয়া ছলে হৃদয় গেছে দলেই আমিতো মরেছি পাথর ভালবেসে চোখে অবশেষে নদীকে ধরেছি, মরেছি মরমে।। কথাঃ আব্দুল হাই আল-হাদী সুরঃ আলাউদ্দীন আলী শিল্পীঃ রফিকুল আলম

পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্না বলো

C# পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্না বলো সেই পাহারটা বোবা বলে কিছু বলে না তোমরা কেন বোঝনাযে কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলেনা।। ধরতে বুকে এক ফোটা জল কেউ জানেনা কত ব্যাথায় মেঘের হৃদয় হল কাজল (২) তোমরা দেখ বৃষ্টি নুপুর দেখনা----- আঘাত ছাড়া মেঘতো গলেনা ঐকালো মেঘ বোবা বলে কিছু বলেনা তোমরা কেন বোঝনা যে-------।। ফুটতে বনে এক গোছা ফুল কেউ জানেনা কি আগুনে রঙ্গের নেশা হলো আকুল তোমরা দেখ মিষ্টি বরন দেখনা----- দহন ছাড়া অগ্নি জ্বলেনা ঐ ফোটা ফুল বোবা বলে কিছুই বলেনা তোমরা কেন বোঝনা যে-------।। গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান সুরকার: খন্দকার নুরুল আলম