Posts

Showing posts with the label মোঃ আব্দুল জব্বার

ওরে নীল দরিয়া

C ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া। বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে কান্দে রইয়া রইয়া।। কাছের মানুষ দুরে থুইয়া, মরি আমি ধড়-ফড়াইয়ারে দারুন জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে। আমার এত সাধের মন বধূয়া হায়রে কি জানি কি করে। ওরে সাম্পানের নাইয়া, আমায় দেরে দে ভিড়াইয়া। বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে কান্দে রইয়া রইয়া।। হইয়া আমি দেশান্তরী দেশ-বিদেশে ভিড়াই তরীরে নোঙর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে। আমার মনের নোঙর পইড়া আছে হায়রে সারেঙ বাড়ির ঘরে। এই না পথ ধইরা আমি কত না গেছি চইলা একলা ঘরে মন বধূয়া আমার রইছে পন্থ চাইয়া।। গীতিকারঃ মুকুল চৌধুরী, সুরকারঃ আলম খান, শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার, চলচ্চিত্রঃ সারেংবৌ (মুক্তিঃ-১৬ জুন-১৯৭৮ইং),

পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি

F পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি রঙ ভরা এই শহরে যতই দেখেছি গোলক ধাঁধার চক্করে ততই পড়েছি।। সারি সারি জনতার এই যে ভীড়ে কেউ তো কারো পানে দেখো চায় না ফিরে তাইতো আমি ভাই এই ভাবটাকে চালাই এপার ওপার করে শুধু পালিয়ে বেড়াই। যায়  দিন যায় রাত যায় এমনি করে অলিগলি পথ-ঘাট ঘুরে ঘুরে।। ছোট ছোট মানুষের অন্ন কেড়ে বড় বড় বাড়িগুলো উঠছে বেড়ে তবু যেথা যাই আরে নাই যে কোনো ঠাঁই বেঁচে থাকার তরে শুধু নগদ কিছু চাই। যায় দিন যায় রাত যায় এমনি করে অলিগলি পথ-ঘাট ঘুরে ঘুরে।। Singer: Md. Abdul Jabbar & Chorus Lyricist: Gazi Mazharul Anwar Movie: Peech Dhala Poth Music: Robin Gosh Director: Ehtesham Production: Mustafiz Production Producer: Mustafiz Release Year: 1970 Label: Anupam

ও রে নীল দরিয়া

ও রে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া।। কাছের মানুষ দুরে থুইয়া মরি আমি ধরফরাইয়া রে দারুন জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়া হায়রে কিজানি কি করে। ওরে সম্পানের নাইয়া আমায় দে রে দে ফিরাইয়া হইয়া আমি দেশান্তরি দেশ বিদেশে ভিড়াই তরীরে নঙর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নঙর পইরা রইছে হায়রে সারেঙ বাড়ির ঘরে এইনা পথ ধইরা আমি কত যে গেছি চইলা একলা ঘরে মন বধুয়া আমার রইছে পন্থ চাইয়া।। গীতিকারঃ মুকুল চৌধুরী, সুরকারঃ আলম খান, শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার, চলচ্চিত্রঃ সারেংবৌ (মুক্তিঃ-১৬ জুন-১৯৭৮ইং),

তুমি সাত সাগরের ওপার হতে আমায় দেখেছ

F (F) তুমি সাত সাগরের ওপার হতে আমায় দেখেছ আর মন ভ্রমরের কাজল পাখায় ছবি একেছো (M) আমি ময়ুর পঙ্খি নাও ভিড়িয়ে তোমায় দেখেছি আর প্রবাল দীপের পান্না ভেবে চেয়ে থেকেছি।। (F) আগুন ঝরা ফাগুন যখন এলো পলাশ বনে তোমার কথাই ভেবেছিলেম আমি মনে মনে (2) (M) তোমার চোখে তাইতো খুশির পরাগ মেখেছি (ওগো)।। (M) সুক্লা চাঁদের পঞ্চমীতে সাগর যখন দোলে তোমার আশায় বসেছিলেম বাতায়ন খুলে (2) (F) দক্ষিন হাওয়ায় তাইতো তোমায় চিঠি লিখেছি।। গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার সুরকারঃ আনোয়ার পারভেজ শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার ও শাহনাজ রহমতুল্লাহ

তারা ভরা রাতে

তারা ভরারাতে তোমার কথা যে মনে পড়ে বেদনায় গো এই আলো ছায়া ভরা মায়া ঝড়া জোছনায় আমি একা জাগি নেই তুমি কাছে হায়।।  তুমি বলেছিলে কাছে কাছে রবে হয়ত গিয়েছ ভুলে সেই বনতল চেয়ে দেখ আজ ছেয়ে গেছে ঝড়া ফুলে ঐ রাত জাগা পাখি সাথী খুঁজে ডেকে যায় কত কথা ভাবি নেই তুমি কাছে হায়।। যত বার ভাবি সব ভুলে যাব তবু কেন মনে জাগে কেন সে বাধন খুলতে আমার এত বেশী ব্যাথা লাগে তাই চাওয়া পাওয়া সবই মন ভুলে যেতে চায় আমি ভাবি শুধু নেই তুমি কাছে হায়।। কথাঃ আজিজুর রহমান সুরঃ মোসলেহ উদ্দীন