হায় হায় প্রেমে পড়লে বারমাসি গান সবাই গায়

A#
হায় হায় প্রেমে পড়লে বারমাসি গান সবাই গায়
কোন মাসেই প্রেম হইলো (হায় হায়) না কি করি উপায়।।

বৈশাখেতে হইলো দেখা জৈষ্ঠ গেল চলে
পাকনা আমের রসের মজা জুটলো কপালে
আষাড় গেল শ্রাবন গেল বৃষ্টি হইলো অতি
আইলোনা কেউ আমার পাশে হইয়া মাথার ছাতি
ভাদ্র আর আশ্বিনে মইড়া গেলা গরমে
সেই গরমের শিতলপাটি কে দেবে আমায়।।

কার্তিক অঘ্রান ধানের গন্ধ লাগে বড় মিঠা
খাইতে ভালো লাগেনা আর নানির হাতের পিঠা
একলা ঘরে রাইত কাটেনা দারুন পৌশ মাঘে
চুল্লা ভর্তি আগুন আছে তবু ঠান্ডা লাগে
ফাল্গুন আর চৈত মাসে ছিপ ফেলিলাম যার আসে
সে শুধু খোট মারে টোপ গেলানো দায়।।


শিল্পীঃ মোঃ খুরশিদ আলম
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা
পরিচালকঃ দিলীপ বিশ্বাস।
ছায়াছবিঃ অনুরোধ - ১৯৭৭

Comments

  1. হেলো,
    আপনারা সবাই কেমন আছেন?আশা করি ভাল আছেন.আজ আপনি কি একাকি অনুভব করতেছেন তাহলে এই একাতিত্ত দূর করার জন্য আপনি আমাদের ওয়েবসাইট এ একবার ভিসিট করতে পারেন---প্রেম
    ধন্নবাদ
    মেহেবুব

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ভুলিতে পারিনা তারে ভোলা যায়না

তুমি সন্ধ্যাকাশে তারার মত আমার মনে জ্বলবে

ওগো তুমি যে আমার কত প্রিয়