এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান

এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান
কান্না হয়ে বাঁজে কেন বাঁজে আমার গান।।

কেউ চলে যায় কেউবা আসে দু দিনের এই পরবাসে
কেউ বোঝে না কারো হাসি অভিমান।।

এই যোগ বিয়োগের রঙ্গমেলায় এলাম কেন তবে
বাজলে বাঁশি আবার যদি ফিরেই যেতে হবে।
কিছুই দিতে পারবো না যে আমার সকল গানের মাঝে
অশ্রু বুঝি তাই ঝরে অফুরান।।

Singer: Syed Abdul Hadi Lyrics: Abu Hena Mustafa Kamal Composition: Subal Das

Comments

Popular posts from this blog

ভুলিতে পারিনা তারে ভোলা যায়না

তুমি সন্ধ্যাকাশে তারার মত আমার মনে জ্বলবে

ওগো তুমি যে আমার কত প্রিয়